Breaking news: ভারত – চীন সম্পর্ক নিয়ে বিরাট মন্তব্য প্রধানমন্ত্রী মোদির

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, অজয় দাস :- প্রায় দেড় মাস ধরে ভারত ও চীনের মধ্যে সম্পর্কের অবনতি শুরু হয়েছে। চীন বিভিন্ন জাগায় ভারতের সীমানায় ঢোকার চেষ্টা করেছে। গত ১৫ তারিখ  রাতে ভারতীয় সেনার সাথে চীনা সেনার সামনা সামনি লড়াই হয়। তাতে ২০ জন ভারতীয় সেনা নিহত হয় , আজ প্রধানমন্ত্রী মোদী ওই ভারতীয় সেনাদের শ্রদ্ধা জানিয়ে বলেন যে এই সৈনদের মৃত্যু বিফলে যাবে না।

এর আগেও পুলওয়ামা হামলার পর প্রধানমন্ত্রী মোদী এই ভাবেই বলেছিলেন যে ভারতীয় সেনাদের শাহাদৎ বিফলে যাবেনা। তার পরেই ভারতীয় বায়ু সেনা পাকিস্তানে এয়ার স্টাইক করে।

বর্তমান পরিস্থিতি দেখে মনেকরে হচ্ছে ভারত চীনের সাথে যুদ্ধে জড়িয়ে পড়তে পারে। কারণ এই সময় করোনা ভাইরাসের ফলে সারা বিশ্ব চীনের বিরুদ্ধে রয়েছে। এই সময় যুদ্ধ হলে বিশ্বের বড়ো বড়ো দেশ ভারতের পাশে থাকবে। যেমন – আমেরিকা , ইজরায়েল , ফ্রান্স , কানাডা , ব্রিটেন , জাপান , অস্ট্রিলিয়া ইত্যাদি। তবে রাশিয়া এই যুদ্ধে কোনো পক্ষ না ও নিতে পারে। কারণ রাশিয়ার সাথে ভারতের ভালো সম্পর্ক রয়েছে।

indo china war , indo china fight

এই পরিস্থিতিতে যুদ্ধ হলে ফল এক তরফা হতে পারে। ভারত সরকার ও চাইবেনা এই সুযোগ হাতছাড়া করতে। ভারতের সাথে সাথে আমেরিকা ও এই যুদ্ধের সুযোগ নিয়ে চীনের বিপুল ক্ষতি করার চেষ্টা করবে।

তবে যুদ্ধের পরিস্থিতি আসলে চীন নিজে থেকেই পিছিয়ে যেতে পারে। কারণ করোনা পরিস্থিতির জন্য বর্তমানে চীনের ২০ শতাংশ মানুষ বেরোজগার। আর এই মুহূর্তে যুদ্ধ হলে এই বেরোজগার লোকের সংখ্যা আরো বাড়বে। তাতে করে চীনা কমিউনিস্ট সরকার নিজের দেশের মধ্যেই ক্ষোভের মুখে পড়তে পারে। এছাড়া চীন চাইবে না ভারতের বিশাল মার্কেট তার হাতছাড়া হয়ে যাক।

Highlights :- 

১. প্রধানমন্ত্রী মন্ত্রী বললেন সৈনদের মৃত্যু বিফলে যাবে না

২. যুদ্ধের জন্য ভারতীয় সেনা প্রস্তুত 

৩. যুদ্ধ পরিস্থিতিতে চীন পিছিয়ে যেতে পারে 

#করোনা #চীন #ভারত #ভারতীয় সেনা 

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন