Bus accident | বাস-লরির সংঘর্ষ, যাত্রীর হাত কেটে ছিটকে পড়ল রাস্তায়, কুড়িয়ে জোড়া লাগাতে হাসপাতালে যুবক

By Bangla News Dunia Dinesh

Published on:

হরিহরপাড়া: বাসে বসে জানালার বাইরে হাত রেখেছিলেন। নিমেষে একটি সিমেন্ট বোঝাই লরির ধাক্কায় হাত কাটা পড়ল যাত্রীর। মঙ্গলবার দুপুরে এমনই ভয়াবহ ঘটনা ঘটেছে মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার ট্যাংরামারি এলাকায়। এই দুর্ঘটনার পরে স্থানীয়রা তিন জনকে উদ্ধার করে হরিহরপাড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পরে তাঁদের মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

জানা গিয়েছে, একটি যাত্রিবাহী বাস বহরমপুর থেকে করিমপুরের দিকে যাচ্ছিল। বাসটি হরিহরপাড়া পেরোনোর পরেই একটি পণ্যবাহী ছোট লরির সঙ্গে সংঘর্ষ হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, বাইরে হাত বের করে বাসের জানলার পাশে বসেছিলেন মানিক মণ্ডল নামে এক যাত্রী। সেই সময় একটি লরির সঙ্গে সংঘর্ষ হয় বাসের। আর সেই লরির সঙ্গে সংঘর্ষে মানিকের একটি হাত কেটে রাস্তায় পড়ে যায়। এই ঘটনায় গুরুতর জখম হন আরও দুই জন। এই ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে। সেই সঙ্গে রাস্তা থেকে কাটা হাতটি কুড়িয়ে প্লাটিকে মুড়িয়ে নিয়ে যাওয়া হলেও সেটি কাজে আসেনি। চীরদিনের জন্য একটি হাত খোয়ান মানিক। ৩০ বছরের মানিক মণ্ডলের বাড়ি ডোমকল থানার গরীবপুর ফরাজিপাড়া এলাকায়। বাকি আহতরা হলেন বেলডাঙা থানা এলাকার আলামিন হক ও নদিয়ার দোগাছি এলাকার সান্ত্বনা হালদার। এদের প্রত্যেকের অবস্থাই আশঙ্কাজনক।

এদিকে দুর্ঘটনার পরে ওই রাস্তায় বেশ কিছুক্ষণ যান চলাচল বন্ধ থাকে। এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। বেগতিক দেখে বাস ফেলেই ঘটনাস্থল থেকে পালিয়ে যান চালক, সহকারী চালক ও কন্ডাক্টার। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ পরিস্থিতি সামাল দেয়। পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে।

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন