অল্প খরচে যদি বেশি ডাটা পেতে চান তাহলে জেনে নিন কোন রিচার্জ গুলো আপনি করবেন

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia, সমরেশ দাস :- যদিও আমরা সবাই কাজে খুব ব্যাস্ত হয়ে পড়েছি , আনলক হয়েগেছে প্রায় সবকিছু কিন্তু তার সাথে বেড়েছে সংক্রমণের সংখ্যা । প্রতিদিন আগের দিনের সংখ্যা কে হারিয়ে নতুন রেকর্ড করছে । আর এতে আমাদের হাত খুব একটা কম নেই ।

তাই প্রচুর সংস্থা এখনো পর্যন্ত্য তাদের কর্মীদের বলেছেন বাড়ি থেকেই কাজ করতে , কিন্তু বাড়ি থেকে কাজ করা মানে তো প্রচুর ডাটা লাগে , আর কি করে সেটা হবে । তাই জেনে নিন ঠিক কোন কোন রিচার্জ গুলো করলে আপনি পেয়ে যাবেন বেশি পরিমানে ডাটা ।

ভোডাফোনের ৩৯৯ টাকার প্ল্যান

এই প্ল্যানের ভ্যালিডিটি ৫৬ দিনের। এতে প্রতিদিন ১০০ এসএমএস ফ্রি পাবেন আপনি। আর পাওয়া যাবে রোজ ১.৫ জিবি + ১.৫ জিবি ডেটা। এছাড়া আনলিমিটেড কলিংয়ের সুবিধে তো রয়েছেই।

জিওর ৩৪৯, ৫৯৯ এবং ৯৯৯ টাকার প্ল্যান

জিও-র গ্রাহকরা যদি বেশি পরিমাণে ডেটা পেতে চান ৷ তাহলে ৩৪৯, ৫৯৯ এবং ৯৯৯ টাকার রিচার্জগুলি তাদের জন্য খুবই ভাল ৷ জিও-র ৩৪৯ এবং ৯৯৯ টাকার রিচার্জ প্ল্যানে থাকছে প্রতিদিন ৩ জিবি করে ফোর জি ডেটা ৷ ৩৪৯টাকার রিচার্জ ২৮ দিনের জন্য বৈধ এবং ৯৯৯ টাকার রিচার্জ ভ্যালিড ৮৪ দিনের জন্য ৷ এর পাশাপাশি ‘জিও টু জিও’ আনলিমিটেড কলিং এবং ৩৪৯ টাকার ক্ষেত্রে ১০০০ মিনিট এবং ৯৯৯ টাকার রিচার্জে ৩০০০ মিনিট জিও থেকে অন্য নেটওয়ার্কে কলিংয়ের সুবিধা পাবেন গ্রাহকরা ৷ পাশাপাশি প্রতিদিন ২জিবি ডেটা প্ল্যানের জন্য ৫৯৯ টাকার রিচার্জ খুবই ভাল ৷ কারণ এটি ভ্যালিড ৮৪ দিনের জন্য ৷

এয়ারটেলের ৩৯৮ টাকার প্ল্যান

এয়ারটেলের ৩৯৮ টাকার প্ল্যানে প্রতিদিন ৩জিবি করে ডেটা পাওয়া যাবে ৷ ১০০ এসএমএস ফ্রি, সঙ্গে আনলিমিটেড কলিংয়ের সুবিধে থাকছে। প্ল্যানের ভ্যালিডিটি ২৮ দিনের জন্য।

Highlights

১.

 

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন