অল্প পুঁজিতে ব্যবসা করতে চান ? পাশে আছে পোস্ট অফিস ! দেখুন কিভাবে ?

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia , পল্লব চক্রবর্তী : অনেককেই নিজেদের ব্যবসার কথা ভাবেন। কিন্তু কম পয়সায় কোন ব্যবসা শুরু করা যায়, তা অনেকেই বুঝতে পারেন না। একটি ব্যবসায় তাঁরা বিরাট লাভবান হতে পারেন। বলা হচ্ছে, পোস্ট অফিসের ফ্র্যাঞ্চাইজি নিয়ে ব্যবসার কথা।

দেশে অনেক পোস্ট অফিস থাকা সত্ত্বেও, এমন অনেক এলাকা রয়েছে যেখানে পোস্ট অফিসের কোনও শাখা নেই। কিন্তু সেখানে পোস্ট অফিসের প্রয়োজন রয়েছে। সেই কারণেই পোস্ট অফিস ফ্র্যাঞ্চাইজির সুযোগ করে দেয়। ফলে অর্থ উপার্জন করার সুযোগ পায় ফ্র্যাঞ্চাইজি নেওয়া লোকেরা। ফ্র্যাঞ্চাইজি নিতে ৫০০০ টাকা ‘সিকিউরিটি মানি’ হিসেবে ডিপোজিট করতে হবে। এই ফ্র্যাঞ্চাইজির দ্বারা বুকিং স্ট্যাম্প, স্টেশনারি, স্পিড পোস্ট আর্টিকেল, মানি অর্ডার করার মতো সুবিধা পাবেন। এই ফ্র্যাঞ্চাইজিতে লেনদেনের ক্ষেত্রে কমিশন পাবেন ফ্র্যাঞ্চাইজি নেওয়া ব্যক্তি।

avilo home

পোস্ট অফিসে দু’ধরনের ফ্র্যাঞ্চাইজি নেওয়া যেতে পারে। আউটলেট ও পোস্ট এজেন্টস ফ্র্যাঞ্চাইজি নেওয়া যেতে পারে। যেকোনও ব্যক্তি পোস্ট অফিসের ফ্র্যাঞ্চাইজি নিতে পারে। ফ্র্যাঞ্চাইজি নিতে হলে একটি ফর্ম জমা দিতে হবে। নির্দিষ্ট বিভাগের সঙ্গে একটি MoU-ও স্বাক্ষরিত হবে। পোস্ট অফিসের ফ্র্যাঞ্চাইজি নিতে ক্লাস এইট পাশ করতে হবে ব্যক্তিকে। আবেদনকারীর বয়স হতে হবে কমপক্ষে ১৮ বছর।

ফ্র্যাঞ্চাইজির আবেদন করা হলে, সেই আবেদন বাছাই করা হয়। এই আবেদন বাছাই করেন পোস্ট অফিসের সংশ্লিষ্ট বিভাগের কর্তা। ১৪ দিনের মধ্যে আবেদন বাছাই করা হয়। পোস্ট অফিসের কর্মচারীদের পরিবারের সদস্যরা, এই ফ্র্যাঞ্চাইজি নিতে পারবেন না। বাকি সকলেই পারবেন।

আরও খবর পেতে ফলো করুন আমাদের চ্যানেল

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন