আগামী ৩ মাস হয়তো নাও দিতে হতে পারে EMI , কি জানালো RBI ?

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia, সমরেশ দাস :- এর আগেথেকেই যখন করোনা শুরু হয়েছিল এবং সারা দেশ একের পর এক ক্ষতিগ্রস্ত হচ্ছিলো তখন ভারতবর্ষ সিদ্ধান্ত নেয় লকডাউনের । যার ফলে সারাদেশে উৎপাদন , রফতানি সব কিছুতে প্রভাব  দেখা যায় । আর অর্থনীতি চরম বিপর্যয় শুরু হয় , এতটাই ক্ষতি হয়েছে যে জিডিপি বৃদ্ধির হার শূন্যের নীচে নেমে যেতে পারে বলে উদ্বেগজনক পূর্বাভাস দিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক ৷

অর্থনীতির এই দুরাবস্থায় মানুষকে খানিকটা স্বস্তি দিতে বেশ কয়েকটি পদক্ষেপ ঘোষণা করেছে আরবিআই ৷ তারই মধ্যে একটি হল লোন মোরাটোরিয়াম (Moratorium) বা ঋণের ইএমআই পরিশোধ স্থগিত ৷ এতে অনেক মানুষের মধ্যে এই ধারণা হয় যে তাদের আর EMI দিতে হবে না । কিন্তু সেটা আসলে নয় ।

এর আগে রিজার্ভ ব্যাঙ্ক জানিয়েছিল, ব্যাঙ্কগুলি চাইলে গ্রাহকদের তিন মাসের লোন মোরাটোরিয়াম (Moratorium) দিতে পারে ৷ সে ক্ষেত্রে কোনও গ্রাহক চাইলে তিন মাস ইএমআই দেবেন না ৷ কিন্তু পরে তাঁকে সুদ সহ চোকাতে হবে ৷

এ বার সেই মোরাটোরিয়াম আরও ৩ মাস বাড়ানোর ঘোষণা করল রিজার্ভ ব্যাঙ্ক ৷ আরবিআই গভর্নর শক্তিকান্ত দাস জানিয়েছেন, ব্যাঙ্কগুলি চাইলে ইএমআই মোরাটোরিয়াম আরও তিন মাস দিতে পারে ৷ অর্থাত্‍ ৩১ অগাস্ট পর্যন্ত  ৷

কেউ যদি আরও তিন মাস মোরাটোরিয়াম নেন, তা হলে তাঁকে আগামী আর্থিক বছর শেষের আগেই তা মেটাতে হবে ব্যাঙ্ককে ৷ গত ২৭ মার্চ আরবিআই সব ব্যাঙ্ক ও নন-ব্যাঙ্কিং আর্থিক প্রতিষ্ঠানগুলিকে তিন মাসের লোন মোরাটোরিয়ামের প্রস্তাব দিয়েছিল ৷ যেহেতু লকডাউনের সময় সীমা বেড়েছে তাই আর্থিক প্রতিষ্ঠান ও ব্যাঙ্ক চাইলে মানুষকে আরো তিন মাস এই সুবিধা দিতে পারে ।

Highlights

  • অর্থনীতির এই দুরাবস্থায় মানুষকে খানিকটা স্বস্তি দিতে বেশ কয়েকটি পদক্ষেপ ঘোষণা করেছে আরবিআই
  • এর আগে রিজার্ভ ব্যাঙ্ক জানিয়েছিল, ব্যাঙ্কগুলি চাইলে গ্রাহকদের তিন মাসের লোন মোরাটোরিয়াম (Moratorium) দিতে পারে
  • যেহেতু লকডাউনের সময় সীমা বেড়েছে তাই আর্থিক প্রতিষ্ঠান ও ব্যাঙ্ক চাইলে মানুষকে আরো তিন মাস এই সুবিধা দিতে পারে

#RBI Moratorium Plan          #Loan Waiver

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন