আবার খোলা হলো আধার কার্ড সেন্টার গুলো

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia, সমরেশ দাস :- আধার কার্ড চালু তো হয়েছে অনেক দিন কিন্তু কিছু না কিছু পরিবর্তন বা সংযুক্ত করার কাজের জন্য মানুষ কে অনেক ভুগতে হয়েছে । ইন্টারনেট এর যুগে মানুষ এখনো পর্যন্ত্য যেকোনো কাজ সামনের কোনো লোকের দ্বারাই করতে পছন্দ ও সাচ্ছন্দ বোধ করেন ।

সেই জন্য আধার কার্ড আপডেট করার জন্য দেশজুড়ে ১৭,০০০ এর বেশি আধার কেন্দ্র ফের খুলে দেওয়া হয়েছে ৷ UIDAI এই বিষয়ে জানিয়েছে ৷ করোনা ভাইরাসের জেরে দেশজুড়ে লকডাউনের জেরে এই সমস্ত কেন্দ্র তৎকাল রূপে বন্ধ করে দেওয়া হয় ৷ এবার ফের এই সেন্টারগুলি খোলা হল ৷

গত কয়েকদিনে UIDAI ট্যুইট করে এই সেন্টার খোলার বিষয়ে জানিয়েছে ৷ UIDAI তরফে জানানো হয়েছে ১২ জুন পর্যন্ত ব্যাঙ্ক, পোস্ট অফিস, রাজ্য সরকার, BSNL ও কমন সার্ভিস সেন্টার মাধ্যমে সঞ্চালিত ১৭ হাজারের বেশি আধার কেন্দ্র খুলে দেওয়া হয়েছে ৷ স্থানীয় পরিস্থিতি দেখে আরও বেশি সেন্টার খোলা হবে ৷

UIDAI এর তরফে জানানো হয়েছে যে নিকটবর্তী আধার কেন্দ্র ঠিকানা জানার জন্য https://appointments.uidai.gov.in/easearch.aspx ওয়েবসাইটে যেতে হবে ৷ এই পোর্টাল ‘লোকেট এন এনরোলমেন্ট সেন্টার’ ক্লিক করে নিজের রাজ্যের নাম, পিন কোড, নিজের লোকালিটি, সিটি ও জেলার নাম দিয়ে বের করতে পারবেন ৷

আধার কেন্দ্রে আধার কার্ডের জন্য আবেদন, এনরোল করার পাশাপাশি আপনি UIDAI ডেটাবেসে নাম, ঠিকানা, মোবাইল নম্বর, ই-মেল আইডি, জন্মতারিখ, জেন্ডার ও বায়োমেট্রিক ডেটা বদলাতে পারবেন ৷

Highlights

১. আধার কার্ড চালু তো হয়েছে অনেক দিন কিন্তু কিছু না কিছু পরিবর্তন বা সংযুক্ত করার কাজের জন্য মানুষ কে অনেক ভুগতে হয়েছে

2. গত কয়েকদিনে UIDAI ট্যুইট করে এই সেন্টার খোলার বিষয়ে জানিয়েছে

3. UDAI এর তরফে জানানো হয়েছে যে নিকটবর্তী আধার কেন্দ্র ঠিকানা জানার জন্য  https://appointments.uidai.gov.in/easearch.aspx ওয়েবসাইটে যেতে হবে

#AADHAAR CARD  #UIDAI  #Update Aadhhar

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন