আবার বড়সড় ধাক্কা চিনের , দেখুন বিস্তারিত

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- আবার বড়সড় ধাক্কা চিনের । এবার ভারতে অ্যাপল তাদের অন্যতম ফ্ল্যাগশিপ ডিভাইস আইফোন ১১ শুরু করল। এর উৎপাদন করা হল চেন্নাইয়ের ফক্সকন প্ল্যান্ট থেকে। প্রথমবার অ্যাপলের একেবারে শীর্ষে থাকা কোন মডেল উৎপাদন ভারত থেকে করতে শুরু করলো। এই খবরটি ঘোষণা করেছেন বাণিজ্যমন্ত্রী পীযূষ গয়াল। তিনি টুইট করে বলেন, অ্যাপল ভারতে উৎপাদন শুরু করল আইফোন ১১। যা আত্মনির্ভরতার ক্ষেত্রে বড়ো পদক্ষেপ।

এদেশে প্রথম একেবারে শীর্ষে থাকা মডেল আনা হল। এর আগে ২০১৯ সালে আইফোন এক্সআর অ্যাসেম্বল করা শুরু করেছিল ভারতের কিউপেট্রিনো ভিত্তিক টেক জায়ান্ট। ২০১৭ সালে বেঙ্গালুরু কারখানায় উৎপাদন শুরু হয়েছিল অ্যাপল আইফোন এসই ২০১৬। অ্যাপল পরিকল্পনা করেছে, আইফোন এসই ২০২০ ভারতে তৈরি করবে বেঙ্গালুরু এর কাছে উইস্ট্রন কারখানাতে। যা আগামীদিনে ভারত হতে পারে প্রধান উৎপাদন ক্ষেত্র।

জানা গিয়েছে, পেগাট্রন, ফক্সকনের পর দ্বিতীয় আইফোন অ্যাসেম্বল করার ক্ষেত্রে পরিকল্পনা করেছে ভারতে কিছু বিনিয়োগ করবে এবং ভবিষ্যতে তাদের অধীনস্থ স্থানীয় একটি ব্যবস্থা তৈরি করা হবে। সীমান্ত বিবাদের পর ভারতে চিনা পণ্য বয়কটের ফলে এই পেলের আইফোন উৎপাদন ভাল দিশা দেখাবে। শিল্প থেকে রাজনৈতিক মহল মনে করছে, অ্যাপেলের আইফোন উৎপাদন ভারতে শুরু হলে তার একটা আলাদা তাৎপর্য আছে।

এক্ষেত্রে বড়সড় ধাক্কা খেলো ভারতের প্রতিবেশী চীন। অনেক কোম্পানি তাদের দেশ থেকে সরে ভারতকে আগামীর গন্তব্য হিসাবে দেখছে।

Highlights

1. আবার বড়সড় ধাক্কা চিনের

2. ভারতে অ্যাপল তাদের অন্যতম ফ্ল্যাগশিপ ডিভাইস আইফোন ১১ শুরু করল

#অ্যাপল #i-Phone

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন