Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- আয়-ব্যয়ের ভারসাম্য বজায় রাখুন ! নিজের ও পরিবারের ভবিষৎ সুনিশ্চিত করতে অর্থনৈতিক প্ল্যানিং খুবই জরুরি, কেউ অস্বীকার করবেন না সেটা ! কিন্তু যদি আয় ও ব্যয়ের মধ্যে ভারসাম্য বজায় রাখা না থাকে তা হলে প্ল্যানিংয়ের পুরোটাই ভেস্তে যাবে। যদি আপনি প্রয়োজনের চেয়ে বেশি বা খামখেয়ালি ভাবে খরচ করে চলেছেন। এমন বেশ কিছু বিষয় থাকে যা মাথায় না রাখলে না চাইলেও ব্যয়ের দাঁড়ি পাল্লা ঝুঁকে পড়ে বেশি। সেক্ষেত্রে চিন্তা ও অস্বস্তিও বেড়ে যেতে পারে।
যে বিষয় গুলিতে নজর দেবেন —–
১. আজ যতটুকু না বুঝে ব্যয় করছেন, পরের বছর সেটাই কিন্তু আয়ের ঘর খালি করে দিতে পারে। খেয়াল রাখুন নিজের সঞ্চয়ে।
২. একটা আপৎকালীন নিজের মতো তহবিল বানান যাতে আয় থেকে প্রতি মাসে একটা নির্দিষ্ট পরিমাণ অংশ সরিয়ে রাখুন। সাধারণ সঞ্চয়ের চেয়ে যেটা আলাদা।
দেখবেন, আপনাকে টাকার জন্য দুঃসময়ে বা খুবই দরকারে কারও কাছে হাত পাততে হবে না।
৩. স্বল্পকালীন সঞ্চয়ের পথে যাবেন না এমন অনেক স্কিম থাকে যা খুব কম সময়ের অনেক টাকা পাইয়ে দেয়।
যদি বিনিয়োগে বেশি রিটার্ন বেনিফিটের কথা মাথায় রাখতে হয়, তা হলে দীর্ঘকালীন সঞ্চয়ের পথে যাওয়াই ভালো।
আরো পড়ুন :- মাত্র ৩০ হাজার টাকায় ডিস্ট্রিবিউটর দিয়ে লাখ টাকা আয়ের সুযোগ দিচ্ছে এই কোম্পানি
৪. বিমা করুন বুঝে বিমা করার ক্ষেত্রে মেয়াদ উত্তীর্ণ হলে মোট কত টাকা পাচ্ছেন বা কত কম টাকা দিতে হল, সেটা শুধু বিবেচ্য নয়।
৫. ঠিক সময়ে কর না দেওয়া হলে জরিমানা দিতে হয়। তাই সেই দিকের বেনিফিটের দিকে নজর দিন।
মেনে চলুন এই সকল বিষয় গুলিতে।
Highlights
1. আয়-ব্যয়ের ভারসাম্য বজায় রাখুন !
2. ঠিক সময়ে কর না দেওয়া হলে জরিমানা দিতে হয়
#আয়-ব্যয় #Economy