ইমামির লক্ষ্য ১০ % তেলের বিক্রি বৃদ্ধি করা

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia, S. Datta Roy –   আজ শুক্রবার ইমামি গোষ্ঠীর সংস্থাটি বাজারে আনছে ইমামি হেলদি এন্ড টেস্টি স্মার্ট ব্যালান্স ইমিউনিটি বুস্টার অয়েল। ইমামি আগ্রোটেকের দাবি -এই তেল দিয়ে রান্না করা খাবার খেলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে। লকডাউনের জন্য এবং করোনা সংক্রমণ ঠেকাতে গণপরিবহন এখনো সেভাবে সব জায়গায় চালু হয়নি ,ফলে অনেক মানুষই এখন বাড়িতে ,তাই এখন রান্নাও বেশি হচ্ছে। ফলে শরীরের কথা ভেবে এই তেল ব্যবহার করতে বলছে।

emami-oilইমামি গোষ্ঠীর ডিরেক্টর বলেন -৫ লিটারের ক্যান বা চেয়ে কম পরিমানের প্যাকেটের তেলের বিক্রি ১৫-২০ % বেড়েছে। হোটেল -রেস্টুরেন্ট বন্ধ থাকায় সেখানে তেলের বিক্রি কিছুটা কমে গেছে। এটি পুরোপুরি নিরামিষ উপকরণ দিয়ে তৈরী ভোজ্য তেল।

ভারতে এটাই প্রথম ভোজ্য তেল যা শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে। ইমামের লক্ষ্য -চলতি অর্থ বছরে এই ভোজ্য তেলের বিক্রি ১৫০ কোটি তাকাতে নিয়ে যাওয়া। এই তেলের ১ লিটারের দাম ১৪০ টাকা। পাশাপাশি বিভিন্ন ই -কমার্স প্লাটফর্ম মারফত এই তেলের বিক্রি ১২ % নিয়ে যাওয়ার লক্ষ্য রাখা হয়েছে যেটা এখন ৭/৮ % মতো আছে।

Highlights

১.  আজ বাজারে আসছে  ইমামি হেলদি এন্ড টেস্টি স্মার্ট ব্যালান্স ইমিউনিটি বুস্টার অয়েল।

২.  এই তেলের ১ লিটারের দাম ১৪০ টাকা।

৩.  ভারতে এটাই প্রথম ভোজ্য তেল যা শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে।

ইমামি হেলদি এন্ড টেস্টি স্মার্ট ব্যালান্স ইমিউনিটি বুস্টার অয়েল বাজার 

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন