Bangla News Dunia, সমরেশ দাস :- RBI মোরাটোরিয়াম নিয়ে কথা বলার পরেই সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পরে যে বিভিন্ন ব্যাঙ্ক EMI মকুব করে দিচ্ছে বা দিয়েছে । তাই এই এবারে তার গ্রাহকদের সাবধান করলো বন্ধন ব্যাঙ্ক ।
বন্ধন ব্যাঙ্কের পক্ষ থেকে একটি বিবৃতিতে সমস্ত গ্রাহক ও সাধারণ জনগণকে বুধবার জানানো হয়, সোশ্যাল মিডিয়াতে কিছু ভুয়ো খবরের পোস্ট ও বিভ্রান্তিকর ভিডিও ছড়ানো হচ্ছে যেগুলিতে বলা হচ্ছে বন্ধন ব্যাঙ্কের ঋণের কিস্তি মকুব করে দেওয়া হয়েছে। এই খবর গুলির কোনও সত্যতা নেই।
‘মোরাটোরিয়াম’ অর্থাৎ ঋণের কিস্তি আদায় পিছিয়ে দেওয়া এবং সম্পূর্ণভাবে ঋণ মকুব করার মধ্যে বিশেষ পার্থক্য আছে। এখনও পর্যন্ত সরকারি নির্দেশে যা বলা হয়েছে, তা হল ঋণের কিস্তি আদায় পিছিয়ে দেওয়া যেতে পারে, যদিও সেটা ঋণ সংস্থা ও ঋণ গ্রহীতার সিদ্ধান্তের উপরে নির্ভরশীল। কিস্তি আদায় পিছিয়ে গেলেও ঋণের উপর সুদের হার বহাল থাকবে এবং কিস্তি বন্ধ থাকাকালীনও মোট ঋণের উপরে সুদ জমা হতে থাকবে। এর ফলে ঋণ গ্রহীতার উপর পরবর্তীকালে অতিরিক্ত কিস্তির বোঝা চাপতে পারে এবং আরও বেশিদিন ধরে তাঁকে ঋণ পরিশোধ করতে হতে পারে।
বন্ধন ব্যাঙ্কের পক্ষ থেকে এদিন আরও জানানো হয় যে এই সংকটের সময়ে বন্ধন ব্যাঙ্ক গ্রাহকদের সব রকম সুবিধা দিতে চায় ৷ আরও একবার, বন্ধন ব্যাঙ্ক সকল গ্রাহককে কোনও রকম ভুয়ো খবর পড়ে বিভ্রান্ত হওয়া থেকে সাবধান করছে। ব্যাঙ্কের পক্ষ থেকে এই ধরণের উদ্দেশ্যপ্রণোদিতভাবে ঋণের কিস্তি সম্পর্কে বিভ্রান্তি সৃষ্টি করা চ্যানেলগুলির বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। ইতিমধ্যেই আইনানুগ সমস্ত কর্তৃপক্ষের কাছে বিষয়টি জানানো হয়েছে এবং লিখিত ভাবে অভিযোগ জমা করা হয়েছে।
Highlights
- RBI মোরাটোরিয়াম নিয়ে কথা বলার পরেই সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পরে যে বিভিন্ন ব্যাঙ্ক EMI মকুব করে দিচ্ছে বা দিয়েছে
- ‘মোরাটোরিয়াম’ অর্থাৎ ঋণের কিস্তি আদায় পিছিয়ে দেওয়া এবং সম্পূর্ণভাবে ঋণ মকুব করার মধ্যে বিশেষ পার্থক্য আছে
- বন্ধন ব্যাঙ্কের পক্ষ থেকে এদিন আরও জানানো হয় যে এই সংকটের সময়ে বন্ধন ব্যাঙ্ক গ্রাহকদের সব রকম সুবিধা দিতে চায়
#RBI #Bandhan Bank #Moratorium