এবারে কর্মীদের বেতন কাটবে বলে জানালো এই ভারতীয় ব্যাঙ্ক

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia,  সমরেশ দাস :- করোনা আর তার জেরে দেশ জুড়ে লকডাউন , আর তার ফল হলো দেশের অর্থনীতি । যা একেবারে তলানিতে এসে ঠেকেছে । মানুষ কি করবে তার কোনো ঠিক নেই । চারিদিকে বেকারত্ত্ব বেড়েই চলেছে ।

আর সাথে পাল্লা দিয়ে চলেছে কর্মী ছাঁটাই , বেতন কমানো । অনেক নামি কোম্পানি তার কর্মীদের তিন মাসের টাকা দিয়ে বলেছেন আর লাগবেনা , আবার অনেকে শুধু ৩০ তো ৪০ শতাংশ বেতন দিয়ে দেয় মুক্ত হয়েছেন । আগে উবের তার পর ওলা , কোটাক মহিন্দ্রার পর এবার বেসরকারি ব্যাঙ্ক IDFC First Bank তাদের কর্মচারীদের বেতন কাটতে চলেছে বলে জানা গেছে ।

আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে দেশের অর্থনীতির যা অবস্থা সেই দিকে নজর রেখেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে ৷ ২০২০-২১ আর্থিক বছরের জন্য ব্যাঙ্কের ম্যানেজিং ডিরেক্টর তার বেতনের ৩০ শতাংশ কাটার প্রস্তাব দিয়েছেন ৷ এর আগে কোটাক মহিন্দ্রা ব্যাঙ্কের তরফে জানানো হয়েছিল যে তাদের শীর্ষ আধিকারিকরা ২০২০-২১ আর্থিক বছরের জন্য ১৫ শতাংশ বেতন কাটার নিজে থেকেই প্রস্তাব দিয়েছিলেন ৷ কোটাক মহিন্দ্রার সিইও অবশ্য সারা বছর কোনও বেতন নেবেন না বলে ঘোষণা করেছেন ৷ তিনি কেবল ১ টাকা বেতন নেবেন বলে জানিয়েছেন ৷

কোটাকমাহিন্দ্রা ব্যাঙ্কের তরফে জানানো হয় যে তারা সবাই এমন একটা পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন যে সেখানে সবাইকে ঠিকমতো বাঁচতে এই সিদ্ধান্তে আসতেই হবে । তাই তারা যাদের ২৫ লক্ষ্য বা তার বেশি বেতন তাদের ১০ শতাংশ কমানোর পরিকল্পনা করেছেন ।

Highlights

  1. করোনা আর তার জেরে দেশ জুড়ে লকডাউন , আর তার ফল হলো দেশের অর্থনীতি
  2. আগে উবের তার পর ওলা , কোটাক মহিন্দ্রার পর এবার বেসরকারি ব্যাঙ্ক IDFC First Bank তাদের কর্মচারীদের বেতন কাটতে চলেছে বলে জানা গেছে
  3. ২০২০-২১ আর্থিক বছরের জন্য ব্যাঙ্কের ম্যানেজিং ডিরেক্টর তার বেতনের ৩০ শতাংশ কাটার প্রস্তাব দিয়েছেন

#Less Pay     #COVID-19 Affects   #Salary Decreased

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন