এবারে ১৪০০ কর্মী ছাঁটাইকরলো Ola Cab সংস্থা

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia, সমরেশ দাস :- করোনার জন্য এর মধ্যে অনেক সংস্থা থেকে শুরু করে কিছু স্টার্টআপ কোম্পানি তাদের কর্মীদের বেতন কমিয়ে দিয়েছে , কেউ আবার কর্মীর সংখ্যা কমিয়ে দিয়েছে ।

এবারে একটি অ্যাপ বেসড গাড়ির সংস্থা একলাফে তার কর্মীর সংখ্যা কমিয়ে দিলো ১৪০০ । ওলা-র সিইও ভাবীশ আগরওয়াল জানিয়েছেন, দু মাসে Ola-র রেভিনিউ পড়ে গিয়েছে ৯৫ শতাংশ৷ এই সিদ্ধান্তটি নেওয়া ছাড়া উপায় ছিল না ৷

করোনার জন্য কোনো গাড়ি চলছে না , কিছু সংখক গাড়ি হাতে গোনা কয়েকটা রাজ্যে চলছে । আর কাস্টমার ও এখন গাড়ি বুক করতে ভরসা করছেনা । আর আর জেরে এই সংস্থার রেভিনিউ কমে গিয়ে দাঁড়িয়েছে ৯৫% । তাই এই অবস্থায় এই সিদ্ধান্ত নেয়া ছাড়া আর কোনো উপায় ছিল না বলে জানিয়েছেন ।

ওলা-র সিইও কর্মীদের একটি চিঠিতে লিখেছেন, ‘দুর্ভাগ্যবশত, করোনা ভাইরাসের জেরে অভূতপূর্ব আর্থিক সঙ্কট দেখা দিয়েছে৷ বিশ্ব আগের অবস্থায় এখনই ফিরবে বলে মনে হচ্ছে না৷ ‘

তবে সংস্থার সিইও বলেছেন যে যতজনকে ছাঁটাই করার ছিল যতজনকে তারা ছাঁটাই করেছেন , এছাড়া আর কাউকে তারা বিতাড়িত করবেন না । তাই যাদের কে তারা ছাঁটাই করেছেন তাদের তারা নোটিশ পিরিয়ড ছাড়া ৩ মাসের মাইনা দিয়েছেন ।

Highlights

  • করোনার জন্য এর মধ্যে অনেক সংস্থা থেকে শুরু করে কিছু স্টার্টআপ কোম্পানি তাদের কর্মীদের বেতন কমিয়ে দিয়েছে , কেউ আবার কর্মীর সংখ্যা কমিয়ে দিয়েছে
  • ওলা-র সিইও কর্মীদের একটি চিঠিতে লিখেছেন, ‘দুর্ভাগ্যবশত, করোনা ভাইরাসের জেরে অভূতপূর্ব আর্থিক সঙ্কট দেখা দিয়েছে৷ বিশ্ব আগের অবস্থায় এখনই ফিরবে বলে মনে হচ্ছে না
  • তবে সংস্থার সিইও বলেছেন যে যতজনকে ছাঁটাই করার ছিল যতজনকে তারা ছাঁটাই করেছেন , এছাড়া আর কাউকে তারা বিতাড়িত করবেন না

#Notice Period             #Job Less      #Ola Cab

 

 

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন