এবার আমাজন থেকে ধারে কেনা যাবে পণ্য , সুবিধা পাওয়া যাবে ইএমআইতে

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

bBangla News Dunia , পল্লব চক্রবর্তী :- করোনা সংক্রমণে ত্রস্ত সারা বিশ্ব। টানা লকডাউনের ফলে শুরু হয়েছে আর্থিক অনাটন। সাময়িক উপার্জন বন্ধ অনেক সাধারণ মানুষের। এই পরিস্থিতে ক্রেতাদের জন্য সুখবর নিয়ে এলো ইকমার্স সংস্থা আমাজন। ‘Amazon Pay Later‘ পরিষেবা চালু করলো তারা। এর ফলে নির্দিষ্ট পণ্যের ক্ষেত্রে সাথে সাথে টাকা দিতে হবে না।

এক্ষেত্রে বিনা সুদে পণ্যের টাকা মেটানো যাবে ১২ মাসের মধ্যে। সংবাদমাধ্যমকে ইকমার্স সংস্থা আমাজন , জানিয়েছেন ১ টাকা থেকে ৬০ হাজার টাকা অবধি পণ্যের ক্ষেত্রে এই সুবিধা পাওয়া যাবে। মাসে মাসে ইএমআই পরিষেবার ক্ষেত্রেও এই সুযোগ মিলবে।

আরো পড়ুন :- একঘেয়ামি কাটাতে খেলুন ক্রিকেট গুগল ডুডলে

RBI এর নিয়ম মেনে এই লিমিট ঠিক করা হয়েছে বলে জানিয়েছেন ইকমার্স সংস্থা আমাজন। ‘Amazon Pay Later’ পরিষেবা পেতে গ্রাহকদের ‘আমাজন ইন্ডিয়া মোবাইল অ্যাপ্লিকেশনে’ আবেদন করতে হবে।

আরো  পড়ুন :- শিক্ষাবর্ষ ও পরীক্ষা সংক্রান্ত চূড়ান্ত নির্দেশ জারি করলো ইউজিসি

সেই অ্যাপ্লিকেশনে গ্রাহকদের কেওয়াইসি তথ্য দিতে হবে। সেটা আমাজন পের ড্যাশবোর্ডে গিয়ে আবেদন করতে হবে। সেখানেই লেনদেনের রেকর্ড থাকবে। লকডাউনের মধ্যে এই সুবিধা পেয়ে কিছুটা স্বস্তি পাবে সাধারণ ক্রেতারা। আগামীদিনে আরো কিছু সুবিধা দেবে ইকমার্স সংস্থা আমাজন।   

আরো  পড়ুন :- ঘূর্ণাবর্তের বৃষ্টিতে সবজি ও বোরো ধান নষ্ট

Highlights

  • Amazon Pay Later‘ পরিষেবা চালু করলো Amazon
  • বিনা সুদে পণ্যের টাকা মেটানো যাবে ১২ মাসের মধ্যে
  • RBI এর নিয়ম মেনে এই লিমিট ঠিক করা হয়েছে বলে জানিয়েছেন ইকমার্স সংস্থা আমাজন

#Amazon #Amazon Pay Later #Lockdown

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন