Bangla News Dunia,শারদীয়া রায়: – বিপাকে পড়লেন আর কমের কর্ণধার অনিল আম্বানি। রিলায়্যান্স কমিউনিকেশন্স লিমিটেড (আর কম)-এর কর্ণধারের বিরুদ্ধে পাওনা টাকা উদ্ধারের জন্য মামলা দায়ের করলো স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া (এসবিআই)। প্রায় ১২০০ কোটির বকেয়া ঋণ উদ্ধারের জন্য এই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক ন্যাশনাল কোম্পানি ল ট্রাইবুনালের দ্বারস্থ হয়েছে ।
ট্রাইবুনাল সূত্রে খবর, জবাব দেওয়ার জন্য অনিলকে এক সপ্তাহ সময় দেওয়া হয়েছে। কোম্পানির দেউলিয়া আইনের ব্যক্তিগত গ্যারান্টি ধারায় মামলা দায়ের করেছে এসবিআই। অনিল আম্বানির এক মুখপাত্রের সূত্রে জানানো হয়েছে যে এটি কর্পোরেট আইনের অন্তর্গত। ঠিক সময়ের মধ্যেই অনিল আম্বানির তরফে জবাব দেওয়া হবে।
আদালতের ওয়েবসাইট থেকে জানা গিয়েছে গত বৃহস্পতিবার ন্যাশনাল কোম্পানি ল ট্রাইব্যুনালে আবেদন করেন অনিল আম্বানি। নিজের দুই সংস্থা রিলায়্যান্স কমিউনকেশন্স লিমিটেড এবং রিলায়্যান্স ইনফ্রাটেল লিমিটেডের জন্য প্রায় ওই রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্কের কাছ থেকে ১২০০ কোটি টাকা ঋণ নিয়েছিলেন অনিল। ঋণের ব্যক্তিগত গ্যারান্টর ছিলেন তিনি নিজেকেই।
কিন্তু অনিলের প্রায় সব সংস্থায় ঋণে জর্জরিত থাকায় এই ঋণ পরিশোধ করা সম্ভব হয়নি তার পক্ষে। তাই দীর্ঘদিন দিন ধরে পরে থাকা বকেয়া টাকা মেটানোর জন্য তৎপর হয়ে ওঠে এসবিআই। সংবাদসংস্থা পিটিআই সূত্রে জানা গেছে যে সেই জন্যই তারা এই মামলা করতে বাধ্য হয়েছে বলে এই রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্কটি।
উল্লেখ্য, এর আগেও এই ধরনের সমস্যায় পড়েছিলেন এশিয়ার ধনীতম শিল্পপতি মুকেশ আম্বানির ভাই অনিল আম্বানি। গত বছর মার্চ মাসে এরিকসন কোম্পানির সাথে এক মামলায় হেরে গিয়েছিলেন অনিল আম্বানি। ৫৮০ কোটি টাকা না দিলে জেলে যাওয়ার নির্দেশ দিয়েছিলো ট্রাইবুনাল আদালত। মুকেশ আম্বানি ওই অর্থ দিয়ে দিয়েছিলেন বলে সেযাত্রায় জেলে যেতে হয়নি ৬০ বছর বয়সী এই শিল্পপতিকে।
Highlights
১. স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া (এসবিআই) মামলা দায়ের করেছে অনিল আম্বানির বিরুদ্ধে।
২. বকেয়া পাওনা আদায়ের জন্যই এই মামলা করেছে এসবিআই।
৩. এর আগেও জেলে যাওয়ার থেকে রক্ষা পেয়েছিলেন এই শিল্পপতি।
# Reliance | # Anil Ambani | # SBI