করোনার জেরে বেড়েছে রান্নার হিরিক , রেস্টুরেন্ট একটু চিন্তায় । সবাই তো রাঁধুনী , খেতে আসবে কে?

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia , সমরেশ দাস : –  একটা কথা আছে সময় মানুষ কে সব শিখিয়ে দেয় । ঠিক সেই রকম এই কঠিন পরিস্থিতি আমাদের শিখিয়েছে সারাদিন কি করে ঘরে থেকে ভালো থাকা যায় । মা কে কিকরে রান্না করতে , বাড়ির কাজ করতে , ঘর ঝড় থেকে বাসন মজা সমস্ত কিছু করতে সাহায্য করা । এসব কিন্তু মা না বললেও এখন নিজের তাগিদে সবাই করছি । আবার বৌকে বলা ছাড়ো তুমি আজকে একটু ছুটি নাও আমি করছি সব ।

সত্যি করোনা আমাদের অনেক কিছু শিখিয়ে দিয়েছে । ধরিয়াছে অনেক ভালো অভ্যেস । একটা পরিসংখ্যান বলছে যে ভাড়াটে youtube চ্যানেল খোলার শতাংশ এই সময়ে বেড়েছে । এর মধ্যে রান্নার চ্যানেল রয়েছে নম্বর ওয়ান এ । শুধুমাত্র youtube নয় , ফেইসবুক বা হোয়াটস্যাপ group গুলোতেও চলছে রান্নার নিয়মাবলী আদান প্রদান ।

আরো পড়ুন :-  ফেসবুকের পর এবারে সিলভার লেক কিনলো RJIO-র শেয়ার

যে ছেলেটা , মেয়েটা , স্বামী কোনোদিন হয়তো চা পর্যন্ত করেনি সেও আজকে বানাচ্ছে চিকেন কষা , চিকেন রেশমি কাবাব , বিরিয়ানি , কিংবা গোলবাড়ির কষা মাংস । আর এই সব হয়েছে ইউটুবে দেখে তার থেকে রান্না করা । এর সাথে কিছু মানুষ তো আবার নিজের চ্যানেল পর্য্যন্ত খুলে ফেলেছেন ।

বিভিন্ন্য খাবার অনলাইন ডেলিভারি সংস্থা খোলা থাকলেও সবাই বলছে থাকে আজ একটা নতুন ডিশ ট্রাই করি । আর একসাথে রান্না করলে ভালোবাসাটাও একটু বাড়ে বৈকি কমে না । এতেই কিন্তু একটু হলেও খাবার সরবরাহ কারীদের একটু চিন্তা হয়েছে যে মানুষ তো সবাই যে হরে প্রতিদিন নতুন নতুন রান্না করছে তাতে কিছু হলেও মানুষ কম আসবেন তাদের রেস্টুরেন্ট গুলোতে খাবার জন্য ।

Highlights

  • মা কে কিকরে রান্না করতে , বাড়ির কাজ করতে , ঘর ঝড় থেকে বাসন মজা সমস্ত কিছু করতে সাহায্য করা ।
  • বিভিন্ন্য খাবার অনলাইন ডেলিভারি সংস্থা খোলা থাকলেও সবাই বলছে থাকে আজ একটা নতুন ডিশ ট্রাই করি |
  • আর একসাথে রান্না করলে ভালোবাসাটাও একটু বাড়ে বৈকি কমে না ।

#business 

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন