Bangla News Dunia , অজয় দাস :- মার্কিন ফেডারেল রিজার্ভ-এর শেষ বৈঠকের মিনিটস প্রকাশ হওয়ার পর ক্রমশ চাপ বাড়ছে বিদেশি লগ্নিকারীদের উপর। এই নিয়ে একাধিক প্রশ্ন উঠছে। তবে গত সপ্তাহে এর প্রভাব পরেনি মুম্বই শেয়ারবাজারের কেনাবেচায়। শুক্রবার একলাফে ৬৩২ পয়েন্ট উঠে লাভের কোঠায় শেষ করেছে সেনসেক্স, নিফটি। পাশাপাশি সপ্তাহের শুরুতেও সেই ধারাই বজায় রাখল শেয়ার বাজার। বাজার তলানিতে পৌঁছালেও এ বার ঘুরে দাঁড়াচ্ছে বলে মনে করেছেন বিশেষজ্ঞরা।
তবে অনেক বিশেষজ্ঞর দাবি, যদি রাশিয়া ও ইউক্রেন যুদ্ধ আরো লম্বা চলতে থাকে তবে তার প্রভাব মোটেও ভালো হবে না। এমনকি সারা বিশ্বে যেই মূল্যবৃদ্ধি শুরু হয়েছে তার প্রভাবও শেয়ার মার্কেটের উপর এসে পড়বে। আর তার উপর যদি চীন কোনো ভাবে তাইওয়ানের উপর হামলা করে তবে তা হবে গোদের উপর বিষ ফোঁড়া।
আরো পড়ুন :- মমতার বিকল্প না দিতে পারাই বিধানসভা ভোটে হার: দিলীপ
আরো পড়ুন :- আগামী ৫ এবং ৬ জুন গোটা বাংলাজুড়ে প্রতিবাদ মিছিলের ঘোষণা করলেন মমতা
#shortnews
এইরকম আরো খবর পেতে দয়াকরে আমাদের চ্যানেল ফলো করুন
Video :-