খুবই কম পুঁজির কিছু ব্যবসায়িক আইডিয়া

By Bangla news dunia Desk

Published on:

Bangla News Dunia, দীনেশ দেব :- ব্যবসা করতে সাধারণত কিছু না কিছু পুঁজি লাগেই। তবে এমন অনেক ব্যবসা আছে যা আপনি খুব কম পুঁজিতে শুরু করতে পারবেন ,যার জন্য বেশি পুঁজির প্রয়োজন হয় না। এই সকল ব্যবসায় লাভের মুখ দেখার পর সেই টাকা দিয়ে ব্যবসাকে বড় করতে পারেন।

১. জৈব শাক-সবজি উৎপাদন :- জৈব শাক-সবজি উৎপাদন এর জন্য বেশি টাকার দরকার পড়ে না। আপনার কাছে শুধু চাষের জমি থাকা দরকার। আর জৈব সার আপনি নিজের বাড়িতেই তৈরি করে নিতে পারবেন আর কীটনাশকের বদলে জৈব কীটনাশক তৈরি করে নিতে পারবেন। যার জন্য আপনি বিভিন্ন ভিডিও ইউটিউব – এ পেয়ে যাবেন। এই জৈব শাক – সবজির চাহিদা খুবই বেশি , শহর অঞ্চলে। সঠিক ভাবে মার্কেটিং করতে পারলে বড় ব্যবসা হিসাবে প্রতিষ্ঠা পেতে পারেন।

২. মুদি দোকান :- বর্তমান সময়ে সকলের কাছেই সময়ের অভাব। এক কথায় বলতে গেলে সময়ের দাম অনেক। কিন্তু জীবনে বেঁচে থাকতে গেলে খাবার খেতেই হবে আর তার জন্য বাজার করতেই হবে। আর মুদি বাজার ছাড়া ও চলবেই না। আর এই মুদি দোকান যদি বাড়ির কাছেই পাওয়া যায় তবে দূরে কেনো যাবে মানুষ।

নিজের এলাকায় বাড়ির ভিতরেই একটি ছোট্ট করে মুদি দোকান দিতে পারেন এতে আপনার অনন্যা খরচ কমবে। এমনকি নিজের এলাকার লোক সহজেই আপনার থেকে মুদি দ্রব্য ক্রয় করতে পারবে। তবে লাভের উপর ধ্যান না দিয়ে বেশি পরিমানে বিক্রির উপর ধ্যান দিতে হবে। এতে আপনার বিক্রয়ের উপর লাভ উঠে আসবে।

business

৩. গাড়ি সার্ভিসিং :- সাধারণত বাইক বা মোটর সাইকেল সার্ভেসিং লোক বাইরে থেকে করে থাকেন। এই সার্ভিসিং শেখার জন্য আপনাকে কিছু দিন কোনো সার্ভিসিং সেন্টারে কাজ করতে হবে। একবার কাজ শিখে গেলে রাস্তার পাশে নিজের একটি সার্ভিসিং সেন্টার দিতে পারেন।

এতে যেমন সার্ভিস দিয়ে অর্থ উপার্জন হবে তেমনই গাড়ির বিভিন্ন সরঞ্জাম বিক্রি করে অর্থ উপার্জন হবে। একবার ব্যবসা দাঁড়িয়ে গেলে এবার বড় করার চেষ্টা করবেন। তখন লোক রেখে কাজ করবেন। এতে আপনার উপার্জন বৃদ্ধি পাবে।

৪. সেলাই ব্যবসা :- সেলাই ব্যবসা একটি বড় ব্যবসা। আপনি কোনো মহিলা হলেও এই ব্যবসা করতে পারবেন খুব ভালো ভাবে। এর জন্য আপনাকে প্রথমে সেলাইয়ের কিছু কাজ শিখতে হবে এবং কলকাতায় বিভিন্ন হাঁটে আপনার তৈরি মহিলাদের জিনিষ বিক্রি করতে হবে। এছাড়াও বিভিন্ন বড় বড় ব্যবসায়ীর সাথে যোগাযোগ করে তাদের কাছে আপনার তৈরি জিনিস বিক্রি করতে পারেন।

এছাড়া আপনার এলাকার পুরুষ , মহিলা ও বাচ্চাদের জামা কাপড় সেলাই করেও প্রচুর অর্থ উপার্জন করতে পারেন। তবে ব্যবসা বৃদ্ধি করার জন্য আপনাকে আপনার সাথে কাজের লোক রাখতে হবে।

Highlights:-  

১. কম পুঁজির কিছু ব্যবসার আইডিয়া 

২. মুদি দোকান , সেলাই ব্যবসা , গাড়ি সার্ভিসিং , জৈব শাক-সবজি উৎপাদন। 

#banglanews #businessidea #business #banglanewsdunia

Bangla news dunia Desk

মন্তব্য করুন