Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- খুব স্বল্প পুঁজির ছোটোখাটো ব্যাবসায়িক টিপস ! এক নজরে দেখেন নিন —–
১. গ্রাম বা শহর বিভিন্ন দোকানে প্যাকেট দরকার হয়। ভালো প্যাকেজিং ছাড়া ব্যবসা-বাণিজ্যের উন্নতি সম্ভব হয় না। উন্নতমানের প্যাকেজিং বাক্স তৈরি করে তারপর জিনিস বিক্রি হয়। যেমন- শাড়ির বাক্স, জুতোর বাক্স, মিষ্টির বাক্স, খাবারের বাক্স ইত্যাদি। মোটা, শক্ত কাগজ দিয়ে এসব প্যাকেট তৈরি করাকে প্যাকেজিং বলা হয়।
২. রোজকার ব্যবহৃত জিনিসের মধ্যে মোমবাতি অন্যতম। অল্প খরচের মধ্যে মোমবাতি খুবই গুরুত্বপূর্ণ পণ্য। কাঁচামাল হিসেবে প্যারাফিন ব্যবহার করে খুব সহজে মোমবাতি তৈরি করা যায়। যেকোন পূজা অনুষ্ঠান থেকে জন্মদিন সবেতে এটি লাগে। এটি বানিয়ে সৌখিন পণ্য বিক্রির দোকানে সরবরাহ করা যেতে পারে।
৩. নিশ্চই জানেন বর্তমানে পরিবেশ বান্ধব ও দেশীয় কাঁচামাল দিয়ে তৈরি হচ্ছে কাগজের ব্যাগ। যা আজকের দিনে ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে। দূষণকারী পলিথিন ব্যাগ এখন সরকারিভাবে নিষিদ্ধ। কাগজের ব্যাগ তৈরি করে স্থানীয় দোকানগুলোতে তা সরবরাহ করা যাবে।
৪. সাধারণত অফিস-আদালত, ব্যবসা-বাণিজ্য, স্কুল-কলেজের জরুরি কাগজপত্র ও চিঠিপত্র পাঠানোর জন্য খাম ব্যবহৃত হয়। এছাড়া বিভিন্ন উৎসব নববর্ষ, ঈদ, পূজা, হালখাতা, সেমিনার, বিয়ে, জন্মদিন ইত্যাদির জন্য তাছাড়া শুভেচ্ছা কার্ড বিভিন্ন রকম খামে ভরে পাঠানো হয়। তাই খামের চাহিদা সব সময় থাকে।
আরো পড়ুন :- সুখী দাম্পত্য জীবন গড়ে তুলতে মেনে চলুন এই সহজ ১৫ টি নিয়ম
৫. সাবান আমাদের নিত্য প্রয়োজনীয় সামগ্রী। রোজ নানা রকম কাজে সাবান ব্যবহার হয়। সাবান হল তেল-চর্বি ও ক্ষার মিশ্রিত এক ধরনের কঠিন পদার্থ যা সবকিছু পরিষ্কার করার জন্য ব্যবহৃত হয়। সবারই প্রতিদিন সাবানের দরকার হয়। তাই এটি বাড়িতে বানিয়ে ব্যবসা করা যায়।
আগামীদিনে আরো কিছু ছোটোখাটো ব্যাবসায়িক আইডিয়া নিয়ে আসবো।
Highlights
1. খুব স্বল্প পুঁজির ছোটোখাটো ব্যাবসায়িক টিপস !
2. কিছু ছোটোখাটো ব্যাবসায়িক আইডিয়া নিয়ে আসবো
#Business #Tips