Bangla News Dunia, সুমিত দাস :- বর্তমান করোনা পরিস্থিতিতে প্রচুর যুবক কর্মহারা হয়ে পড়েছে। তার মধ্যে বেশিরভাগ যুবকই গ্রামের। শহরে করোনা পরিস্থিতিতে ও সমস্ত কিছু চালিত থাকার জন্য মানুষের এতো অসুবিধে হচ্ছে না। কিন্তু গ্রামে দিনে দিনে বেকার যুবকের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।
তাই গ্রামের যুবকদের জন্য একটি সহজ ব্যাবসার আইডিয়া নিয়ে আমরা হাজির হয়েছি। এই ব্যবসাটি চাইলে শহরের যুবকরা ও করতে পারেন। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক।
ব্যবসাটি হলো গরু বা মোষ খামারের ব্যবসা। এই ব্যবসা থেকেই আপনি মাসে লাখ টাকা উপার্জন করতে পারবেন। প্রথমেই দেখেনি আপনি অর্থ উপার্জন কি ভাবে করবেন।
আপনাকে একটি ছোট্ট পরিসরে ঘর বানিয়ে একটি বা দুটি গরু বা মোষ পালন শুরু করতে হবে। ব্যাবসার শুরুতেই তেমন লাভের মুখ দেখাতে পাবেন না। কারণ কোনো ব্যাবসায়ই শুরুতে লাভের মুখ দেখা যায় না। তার জন্য তাকে বড়ো হতে দিতে হয়।
তাই প্রথমে আপনার সাধ্যে মতো গরু বা মোষ কিনে তা দিয়ে শুরু করুন। এর পর যত দিন যাবে আপনার খাটালে / খামারে গরু বা মোষের সংখ্যা বৃদ্ধি পাবে। এই গরু বা মোষ থেকে আপনি প্রচুর পরিমানে দুধ পাবেন যা বেঁচে আপনার পশুদের খাবারের অর্থ চলে আসবে। এছাড়া গরুর গোবরের জৈব সার তৈরি করে বাজারে বিক্রি করতে পারেন।
আরো পড়ুন :- ব্যবসায় উন্নতির কৌশল গুলি জেনে রাখুন।
অদূর ভবিষতে জৈব সার প্রায় সমস্ত জমিতেই ব্যবহার করা হবে। এছাড়া গোমূত্র থেকে ফিনাইল তৈরির ব্যাবস্থা করছে গবেষকরা। তাই ভবিষতে গোমূত্র থেকে ফিনাইল তৈরি করতে পারবেন। এছাড়া একটু গরু বড়ো করে বেচলে আপনি লাখ টাকা পর্যন্ত দাম পেতে পারেন। এছাড়া গরুর দুধ থেকে ঘি তৈরি করে আপনার খামারের নাম প্যাকিং করে তা বাজারে বিক্রি করতে পারেন। এতে আপনার ব্যাবসার রেপুটেশন বৃদ্ধি পাবে।
আর গরুর বদলে মোষ পুষলে তাতো আরো বেশি দামে বিক্রি করতে পারবেন। ধরুন আপনার খামারে ২০ টি গরু মোষ আছে , অথাৎ আপনি কম করে ২০ লাখ টাকার মালিক হতে পারেন।
এছাড়া গরুর খামার থেকে যেই গোবর বের হবে তা দিয়ে গোবর গ্যাস বানিয়ে তা আপনার এলাকায় বিক্রি করতে পারবেন। গোবর গ্যাসের প্ল্যান্ট লাগাবার ৫০ শতাংশ অর্থ সরকার থেকে পেতে পারেন সাবসিটি হিসাবে।
এবার যদি ভাবেন এই কাজটি আপনি একা করতে পারবেন না , তবে বন্ধুদের সাথে পার্টনারশিপে এটি করতে পারেন। কারণ প্রথমে আপনাদের নিজেদের কাজ করতে হবে। পরবর্তী কালে লাভ আসলে কাজের লোক রাখতে পারবেন।
এছাড়া আপনার গ্রামের বিভিন্ন প্রান্ত থেকে গরুর খাবার কেটে আনার জন্য আপনার লোকের দরকার পড়তে পারে।
আরো পড়ুন :- মাত্র ৩০ হাজার টাকায় ডিস্ট্রিবিউটর দিয়ে লাখ টাকা আয়ের সুযোগ দিচ্ছে এই কোম্পানি