Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- গ্রাহকদের জন্য দুর্দান্ত স্কিম নিয়ে এল SBI। সরকারের তরফ থেকে এক নতুন স্কিমের ঘোষণা করা হল, এবার থেকে মানুষ জন এই স্কিমের মাধ্যমে সহজে আরামে চাষ যোগ্য জমির ব্যবস্থা করতে পারবে। তাই আপনার যদি শহর থেকে মন উঠে যায়, তাহলে আর দেরি না করে Land purchase scheme এর নতুন সরকারী স্কিম গ্রহণ করুন, এই স্কিমের একটাই উদ্দেশ্য, যাদের গ্রামের জমি নেই, কোনো চাষ যোগ্য জমি নেই, তাদের ক্ষেত্রে এই স্কিম খুবই উপযোগী।
ইচ্ছে থাকলেই এখন করতে পারবেন জমিতে চাষবাস। এর জন্য আপনাকে বেশী কিছু করতে হবে না। মাত্র আপনাকে স্কিমের ১৫% টাকা দিতে হবে, আর বাকি ৮৫% ব্যাঙ্ক আপনাকে লোন হিসেবে দেবে। আর সেটা আপনাকে ৭-১০ বছরের মধ্যে মিটিয়ে দিতে হবে। যার ফলে টাকা মিটিয়ে দেওয়ার পরেই জমি আপনার হাতে চলে আসবে। এই স্কিমের জন্য যাদের লোনের দরকার পরবে, যাদের নামে বকেয়া কোনো লোন নেই তারা খুব সহজেই লোন পেয়ে যাবেন।
অর্থাৎ এই স্কিমের মাধ্যেম ছোট কৃষকদের জমি কেনার একটা বড় সুবিধা দিতে চাইছে সরকার ও ব্যাঙ্ক। যেসব কৃষকদের জমি নেই, বা যেসব কৃষকদের ২.৫ একরের কম জমি আছে, তারা সহজেই এই স্কিমের জন্য আবেদন করতে পারেন। আসলে এই স্কিমে ৮৫% টাকা দেবে ব্যাঙ্ক লোনের হিসেবে, আর বাকি ১৫% আপনাকে নিজেই দিতে হবে। সব কিছু ঠিক চললে, পরে আপনি টাকা মিটিয়ে দিলে, সেই জমি আপনার নামে হয়ে যাবে, তার আগ পর্যন্ত জমি থাকবে ব্যাঙ্কের নামে।
Highlights
1. গ্রাহকদের জন্য দুর্দান্ত স্কিম নিয়ে এল SBI
2. এই স্কিমের মাধ্যেম ছোট কৃষকদের জমি কেনার একটা বড় সুবিধা দিতে চাইছে সরকার ও ব্যাঙ্ক
#SBI #Loan