Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- ঘরে বসেই পাবেন টাকা । করোনা সংক্রমণের কারণে অনেকেই যাচ্ছেন না ব্যাংকে বা এটিএমে। তার মধ্যে চলছে টানা লকডাউন এই পরিস্থিতে গ্রাহকদের জন্য বিশেষ সুবিধা নিয়ে এলো SBI কর্তৃপক্ষ। তাই এই করোনার মাঝে আপনাকে কোনো ভাবেই যেতে হবে না ব্যাংকে বা এটিএমে। SBI চালু করতে চলেছে ডোর টু ডোর SBI এটিএম সার্ভিস প্রক্রিয়া। এবার থেকে ঘরে বসেই গ্রাহকরা পাবেন টাকা।
এত কিছুর মধ্যেও কোনো অনলাইন সার্ভিস নয়, শুধুমাত্র একটা ফোন অথবা হোয়াটসঅ্যাপ করলেই নিজের অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে পারবেন SBI গ্রাহকরা। ব্যাংকে না গিয়ে বা এটিএমও না গিয়ে। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার চিফ জেনারেল ম্যানেজার অজয় কুমার খান্না জানান, SBI হোয়াটসঅ্যাপ সার্ভিস ও ফোন কল সার্ভিস চালু করেছে করোনা সংক্রমণের থেকে গ্রাহকদের রক্ষা করতে ও ব্যাংকে ভিড় কমাতে। এক্ষেত্রে কোনও ইন্টারনেট অনলাইন পরিষেবার মাধ্যমে নয়, নিজস্ব অ্যাকাউন্ট থেকে সরাসরি টাকা পাবেন গ্রাহকরা।
কিন্তু এই পরিস্থিতে প্রথমে লখনউ সার্কেলে এই বিশেষ পরিষেবা চালু হয়েছে। এটি সফল হলেই দেশের বিভিন্ন প্রান্তে তা গ্রাহকদের উপলব্ধ করানো হবে। তিনি আরো বলেন একটা ছোট্ট মেসেজ অথবা হোয়াটসঅ্যাপ করলে এই টাকা তোলা যেতে পারে। এটাও জেনে রাখা উচিত নয়া পদ্ধতিটি সম্পূর্ণ নিরাপদ।
এক্ষেত্রে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে মোবাইল নম্বরের লিঙ্কের ফলে আসা মেসেজের-র কোনো ব্যাংক সার্ভিস চার্জ কাটা হবে না। এক্ষেত্রে ব্যাঙ্ক একাউন্ট হোল্ডারদের আর SBI-র সেভিংস অ্যাকাউন্টে নূন্যতম টাকা রাখতে হবে না।
Highlights
1. ঘরে বসেই পাবেন টাকা
2. শুধুমাত্র একটা ফোন অথবা হোয়াটসঅ্যাপ করলেই
#SBI #BANK