চলতি অর্থবর্ষে সিনিয়র কর্মীদের বেতন ছাঁটাই করবে বলে জানালো ইন্ডিগো এয়ারলাইন্স

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia, সমরেশ দাস : – করোনা আর তারপরে লক ডাউনের জেরে বহু সংস্থাই কিন্তু তাদের কর্মীদের অর্ধেক বেতন বা কিছু শতাংশ কেটে বেতন দেবার ঘোষণা করেছেন । আবার অসম সরকার যেমন জানিয়েছেন যে এইরকম চললে তাদের পক্ষে আর বেতন দেওয়া সম্ভব নয় । রিলায়েন্স গোষ্ঠীও তাদের একটা পদের কর্মীদের বেতনে কাটছাঁটের কথা স্বীকার করেছেন ।

এই খারাপ সময়কে কাটিয়ে উঠে কীভাবে পুনরায় ব্যবসায় লাভের মুখ দেখা যায়, তা নিয়ে চিন্তায় সব বিমানসংস্থাই ৷ এতগুলি বিমানের রক্ষণাবেক্ষণ থেকে শুরু করে কর্মীদের বেতন, সব কিছুই এখন মাথাব্যাথার কারণ বিমানসংস্থার মালিকদের ৷

আরো পড়ুন : – বিনামূল্যে ইন্টারনেট পরিষেবা ফেসবুকের

মে থেকে চলতি অর্থবর্ষের (২০২০-২১) পুরো সময়টাই সিনিয়র কর্মীদের বেতন ছাঁটাই করা হবে বলে স্পষ্ট করল ইন্ডিগো ৷ যা সংস্থার অনেক কর্মীদের জন্যই মোটেই ভাল খবর নয় ৷ শুক্রবারই ইন্ডিগোর সিইও রণজয় দত্ত ইমেল করে কর্মীদের জানিয়ে দেন, কোভিডের জন্য সাম্প্রতিক পরিস্থিতি বিচার করেই কর্মীদের বেতন ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে সংস্থা ৷

আরো পড়ুন : – হোয়াটস্যাপে পরিষেবা শুরু জিওমার্টের

এটা ছাড়াও আগামী জুলাই মাস পর্যন্ত্য তারা সমস্ত কর্মীদের ভাগে ভাগে ৫ দিনের জন্য বিনা বেতনে ছুটি দেবার কথা এর আগে জানিয়েছেন । গোটা ২০২০-২১ অর্থ বর্ষেই সিনিয়র কর্মীদের বেতনে কাটছাঁট করা হচ্ছে ৷ ইন্ডিগোর সিইও জানিয়েছেন, ‘‘ আমরা কর্মীদের মার্চ এবং এপ্রিল মাসের পুরো বেতনই দিতে পেরেছিলাম ৷ কিন্তু এখন বলতে খারাপ লাগছে সংস্থার কাছে আর কোনও উপায় নেই ৷ মে মাস থেকেই তাই কর্মীদের বেতন ছাঁটাইয়ের পথে হাঁটছে সংস্থা ৷ ’’

Highlights

  • গত ২৫ মার্চ থেকে ভারতে শুরু হয়েছে লকডাউন ৷ এর জন্য অন্যান্য অনেক ইন্ডাস্ট্রির মতো মুখ থুবড়ে পড়েছে বিমান শিল্পও ৷
  • মে থেকে চলতি অর্থবর্ষের (২০২০-২১) পুরো সময়টাই সিনিয়র কর্মীদের বেতন ছাঁটাই করা হবে বলে স্পষ্ট করল ইন্ডিগো ৷
  • গোটা ২০২০-২১ অর্থ বর্ষেই সিনিয়র কর্মীদের বেতনে কাটছাঁট করা হচ্ছে ৷

#Lock down        #Business

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন