Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- চীন ছেড়ে উত্তর প্রদেশে জার্মান কোম্পানি ! করোনার সংক্রমণের জেরে চীন থেকে আন্তর্জাতিক কোম্পানি গুলো অন্য দেশে নিজেদের বিকল্প খুঁজছিল। সেই ক্রমেই জার্মানির প্রতিষ্ঠিত জুতো কোম্পানি Von Wellx উত্তর প্রদেশের আগ্রায় নিজেদের ইউনিট শুরু করেছে। জার্মান কোম্পানি আগরা এয়ারপোর্ট প্রোমোশন ইন্ডাস্ট্রিয়াল পার্কে নতুন করে জুতো নির্মাণের কাজ শুরু করেছে। জার্মান কোম্পানির নতুন কারখানাতে প্রথমে ২ হাজার মানুষ নতুন করে জীবিকা পেয়েছে।
Von Wellx কোম্পানি উত্তর প্রদেশে ৩ টি প্রকল্পে ৩০০ কোটি টাকার বিনিয়োগ করবে। কোম্পানি জানায় ১০ হাজার মানুষ প্রত্যক্ষ আর পরোক্ষ ভাবে জীবিকা পাবে এবং কারখানা থেকে প্রতি বছর ৫০ লক্ষ জুতো উৎপাদন হবে। এই টানা লকডাউনের পর উত্তর প্রদেশে একের পর এক বিনিয়োগ আসছে। মাত্র ৫ মাসে অল্প সময়ে বিনিয়োগ প্রস্তাবিত হয়ে উৎপাদন শুরু হয়ে গিয়েছে যোগীর রাজ্যে। জার্মানির জুতো কোম্পানি ১০ হাজার বর্গ মিটার এলাকায় ডিসেম্বর এর মধ্যে আরও একটি নতুন কারখানা গড়ার সম্ভাবনা আছে।
আরো পড়ুন :- আয়-ব্যয়ের ভারসাম্য বজায় রাখুন ! মাথায় রাখুন কিছু বিষয়
iatric industries group এর সিইও আশীষ জৈন বলেন , নতুন প্রকল্পের আওতায় প্রযুক্তি হস্তান্তর, গবেষণা, উন্নয়ন, বিপণন ও উত্পাদন আমাদের গ্রুপের সহযোগিতায় করা হবে। শুধু মাত্র জার্মানির কোম্পানিই না আরও কিছু বড় কোম্পানি উত্তর প্রদেশে তাঁদের কারখানা গড়ার জন্য ইচ্ছুক। ইতিমধ্যে কয়েকটি কোম্পানির সাথে সরকারের চুক্তিও সম্পন্ন হয়ে গিয়েছে।
Highlights
1. চীন ছেড়ে উত্তর প্রদেশে জার্মান কোম্পানি !
2. ইতিমধ্যে কয়েকটি কোম্পানির সাথে সরকারের চুক্তিও সম্পন্ন হয়ে গিয়েছে
#Business #industry