Bangla News Dunia, জয় রায় :- শুল্ক-যুদ্ধের সমাধানে এ মাসের মাঝামাঝি সময়ে আমেরিকা ও চিনের মধ্যে প্রাথমিক পর্যায়ের বাণিজ্য চুক্তি হতে চলেছে। এর জন্য ১৩ থেকে ১৫ জানুয়ারি ওয়াশিংটনে যাচ্ছেন চিনের ভাইস প্রিমিয়ার লিউ হি। বেজিংয়ের পক্ষে তিনিই চুক্তিতে সই করবেন। বৃহস্পতিবার চিনের বাণিজ্য মন্ত্রকের মুখপাত্র গাও ফেং বিষয়টি জানান।
এর আগে খোদ আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন, ১৫ জানুয়ারি চিনের উচ্চপদস্থ প্রতিনিধি দলের সঙ্গে ওয়াশিংটনে চুক্তি সই হবে। তার পরে দ্বিতীয় পর্যায়ের চুক্তির ব্যাপারে আলোচনা শুরু করতে চিন সফরে যাবেন তিনি। যদিও চুক্তির কাঠামো নিয়ে কোনও পক্ষই মুখ খোলেনি।