Bangla News Dunia, সারদা দে :- দেড় মাস পরে শেষ হতে চলেছে চলতি অর্থবর্ষ। এর পরেই জমা দিতে হবে আয়কর। আয়কর ছাড়ের সমস্ত সম্ভবনা খতিয়ে দেখার পরেও খুঁজে পাচ্ছেন না কোনো উপায় ?জানেন কি আয়কর আইনের ৮০ সি ধারার অধীনে ১.৫ লক্ষ টাকার সর্বোচ্চ ব্যবহারের পরেও কর ছাড়ের সুবিধা মেলে। আয়কর আইনের ৮০ ডি ধারায় স্বাস্থ্য বীমার উপরে অতিরিক্ত কর ছাড়ের সুবিধা পাওয়া যায়। এই বীমার প্রিমিয়ামে করদাতা নিজের এবং তার বাবা মায়ের জন্য ১ লক্ষ কর ছাড়ের আবেদন করতে পারেন।
আরো পড়ুন :- পেতে চান বেশি রিটার্ন? তাহলে বিনিয়োগ করুন এইখানে
বীমা এবং বিনিয়োগ উপদেষ্টা মনোজ সুইটি জৈন জানিয়েছেন ৮০ ডি ধারার অধীনে ৬০ বছররের কম বয়সী ব্যক্তি স্বাস্থ্য বীমার প্রিমিয়ামে ২৫ হাজার টাকা পর্যন্ত ছাড় পান এবং ৬০ বছর বা তার বেশি বয়স যাদের তারা ৫০ হাজার পর্যন্ত ছাড় পেতে পান। এই ধারার অধীনে পলিসি বা মেডিক্লেম ,জটিল রোগের বীমা , লাইফ ইন্স্যুরেন্স হেলথ রাইডার এবং স্বাস্থ্য বীমার বিভিন্ন ক্ষেত্রে ছাড় মেলে।
আরো পড়ুন :- সুরক্ষিত বিনিয়োগে ভালো রিটার্ন চান , দেখুন স্কিম গুলির তথ্য
বর্তমানে করোনা পরিস্থিতির জন্য প্রত্যেকের স্বাস্থ্য খাতে খরচের পরিমান বেড়ে গেছে। হাসপাতাল কিংবা নার্সিংহোমের পরিষেবাও আগের থেকে ব্যয়সাপেক্ষ হয়ে উঠেছে। মধ্যবিত্ত কিংবা নিম্ন মধ্যবিত্তরা এই কারণে স্বাস্থ্য বিষয়ে খরচের দিক থেকে বেশ চিন্তায় রয়েছেন।পরিবারের কেউ গুরুতর অসুস্থ হলে সঞ্চিত অর্থের পরিমান প্রায় শেষ হয়ে যাচ্ছে। এই অবস্থায় পরিবারের সুরক্ষার জন্য সঠিক স্বাস্থ্য বীমা করানো একান্ত জরুরি।