Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- টানা ১৫ দিন লাগাতার মূল্যবৃদ্ধি। রবিবারও বাড়ল পেট্রোল ও ডিজেলের দাম। এ নিয়ে টানা ১৫ দিন মূল্যবৃদ্ধি হল। দিল্লিতে ডিজেলের রেকর্ড মূল্যবৃদ্ধি হয়েছে। পেট্রলের দামও গত দু’বছরের মধ্যে সর্বোচ্চ। রবিবার দেশের রাজধানীতে ডিজেলের দাম লিটার প্রতি ৭৮.২৭ টাকা। লিটার প্রতি পেট্রলের মূল্য ৭৯.২৩ টাকা। এ দিন কলকাতায় ডিজেলের দাম পৌঁছেছে ৭৩.৬১ টাকা প্রতি লিটার। পেট্রলের দাম দাঁড়িয়েছে লিটার প্রতি ৮১.২৭ টাকা।
এ দিনের টানা মূল্যবৃদ্ধি ধরলে ১৫ দিনে পেট্রলের দাম মোট বেড়েছে লিটার প্রতি ৮.৮৮ টাকা। ডিজেলের দাম প্রতি লিটারে মোট বেড়েছে ৭.৯৭ টাকা। লকডাউনের পর গত ৭ জুন থেকে স্বাভাবিক অবস্থায় ফিরতে শুরু করেছে দেশের তেল বিপণন সংস্থাগুলি। ভারতের ঘরোয়া বাজারে জ্বালানি তেলের খুচরো মূল্যের ওঠানামা নির্ভর করে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম এবং ফোরেক্সের উপর। তবে দেশে তেলের দাম আরও বাড়তে পারে বলেই আশঙ্কাপ্রকাশ করছেন অর্থনীতিবিদরা।
এর আগে ২০১৮-র ১৬ অক্টোবর দিল্লিতে ডিজেলের দাম পৌঁছেছিল লিটার প্রতি ৭৫.৬৯ টাকায়। এ দিনের দাম অবশ্য সেই রেকর্ড ছাপিয়ে গিয়েছে। পেট্রলের সর্বোচ্চ মূল্যবৃদ্ধি হয়েছিল ৪ অক্টোবর ২০১৪-তে। ওই দিন লিটার প্রতি পেট্রলের দাম হয়েছিল ৮৪ টাকা। সে সময় অবশ্য শুল্ক ছাড় দিয়ে পরিস্থিতি কিছুটা সামাল দেওয়ার চেষ্টা করা হয়েছিল। এইভাবে দাম বাড়তে থাকলে লকডাউনের গেরোতে পড়া আম জনতার নাভিশ্বাস উঠতে চলেছে।অস্বাভাবিক দাম বাড়বে নিত্য প্রয়োজনীয় জিনিসের।
Highlights
1. টানা ১৫ দিন লাগাতার মূল্যবৃদ্ধি
2. অস্বাভাবিক দাম বাড়বে নিত্য প্রয়োজনীয় জিনিসের
# HP # OIL