ডিলারশিপ বা ফ্রাঞ্চাইজি ব্যবসায় লাভবান হতে গেলে এই জিনিস গুলো মাথায় রাখুন

By Bangla news dunia Desk

Updated on:

Bangla News Dunia, অজয় দাস :- বন্ধুরা যেকোনো ব্যবসা করার আগে সেই ব্যবসার প্রতি একটি স্বচ্ছ ধারণা থাকা দরকার। তবেই কোনো মানুষ সেই ব্যবসায় লাভবান হতে পারবেন। তবে তার থেকেও জরুরি ব্যবসার প্রতি ভালোবাসা থাকার। যদি ব্যবসার প্রতি ভালোবাসাই না থাকে তবে ব্যবসায় উন্নতি করা সম্বভ নয়। তাই যেকোনো ব্যবসা করার আগে নিজের মধ্যে এই জিনিস গুলো আছে কি না তা বুঝে নেওয়া দরকার।

ডিলারশিপ , ডিস্ট্রিবিউটরশীপ ও ফ্রাঞ্চাইজি ব্যবসা কি ?

বন্ধুরা এই তিনটি একই রকমের ব্যবসা। এখানে আপনি একটি বড় কোম্পানির প্রোডাক্ট বা সার্ভিস নির্দিষ্ট একটি এলাকায় বিক্রি করার অধিকার পান। আপনি যেই এলাকার ডিলার , ডিস্ট্রিবিউটর বা ফ্রাঞ্চাইজি পাবেন সেই এলাকায় অন্য কোনো ব্যাক্তি ওই কোম্পানির প্রোডাক্টের ডিলার , ডিস্ট্রিবিউটর বা ফ্রাঞ্চাইজি পাবে না। এতে আপনার এলাকায় আপনার মনোপলি তৈরি হয়ে যায়। অথাৎ কম্পিটিশন ছাড়া ব্যবসা করতে পারেন। এই ব্যবসা সমন্ধে আরো জানতে নিচে দেওয়া ভিডিওটি দেখতে পারেন

এই ব্যবসার জন্য কি কি ডকুমেন্ট প্রয়োজন :- বন্ধুরা এই ব্যবসার জন্য একটি ট্রেড লাইসেন্স , একটি কারেন্ট একাউন্ট ও জি এস টি নম্বর প্রয়োজন হতে পারে।

ইনভেস্টমেন্ট কত হতে পারে :- বন্ধুরা এই ব্যবসার জন্য প্রথমে আপনাকে ওই কোম্পানির থেকে প্রোডাক্ট ক্রয় করতে হয়। যার জন্য আপনাকে টাকা দিতে হবে। এই টাকা কোম্পানি অনুযায়ী কম বেশি হতে পারে। যেমন নতুন কোম্পানি ৩০ হাজার থেকে শুরু করে ২ লাখ টাকা নিতে পারে। আর পুরানো কোম্পানি ১ লাখ থেকে শুরু করে ১০ লাখ পর্যন্ত নিতে পারে।

মার্কেটিং :- বন্ধুরা একবার ডিলার , ডিস্ট্রিবিউটর বা ফ্রাঞ্চাইজি পেয়ে গেলে ওই কোম্পানি নিজেই সারা রাজ্য বা দেশ জুড়ে মার্কেটিং করে থাকে। আর আপনার এলাকার জন্য আপনাকেই মার্কেটিং করতে হবে।

মার্কেটিং করার আগে আপনাকে দেখতে হবে আপনার প্রোডাক্টি করা ব্যবহার করে ছেলে না মেয়েরা , তারা কত থেকে কত বয়সের হতে পারে। তাদের অর্থনৈতিক অবস্থা কি রকম অথাৎ আপনার বিক্রয় করা প্রোডাক্ট নিম্মবিত্ত , মধ্যেবিত্ত না ধনী ব্যাক্তিরা ব্যবহার করে। আপনার প্রোডাক্ট কি সারা বছরই চলে না কোনো সিজন অনুযায়ী তার ব্যবহার হয়। এছাড়াও বিভিন্ন দিক দেখে আপনাকে মার্কেটিং করতে হবে।

আপনার যেকোনো ব্যাবসার সঠিক মার্কেটিং এর জন্য এই নম্বরে যোগাযোগ করতে পারেন – 8967491470 ( 100% গ্র্যান্টি সহকারে মার্কেটিং করা হয় ) এছাড়াও ব্যবসা বড় করতে সাহায্য করা হয়।

আরো পড়ুন :- Business Idea : কম কম্পিটিশনের এই ফ্রাঞ্চাইজি ব্যবসা আজই শুরু করুন

ডিলারশিপ , ডিস্ট্রিবিউটরশীপ ও ফ্রাঞ্চাইজি নেবার আগে এই কথা গুলো মাথায় রাখবেন :- 

১. আপনি যেই পণ্য বা সার্ভিসের ডিস্ট্রিবিউট নিচ্ছেন তার বাজারে চাহিদা কেমন।

২. আপনি যেই কোম্পানির ডিস্ট্রিবিউটর নিচ্ছেন সেই কোম্পানির বর্তমান কেমন যাচ্ছে ও ভবিষৎ কেমন হতে পারে।

Distributor business idea

৩. আপনি যেই কোম্পানির ডিস্ট্রিবিউটর নিচ্ছেন সেই কোম্পানির পণ্যের ভবিষৎ কেমন। অথাৎ তার চাহিদা কি সারা জীবন বা বেশ কিছু বছর থাকবেই।

৪. আপনার এলাকায় ওই পণ্যের চাহিদা কেমন দেখতে হবে।

৫. ওই কোম্পানি আপনাকে লোকাক মার্কেটিং এর সাপোর্ট দেবে কি না।

৬. ওই পণ্য বেঁচে আপনার লাভ কত থাকছে। অথাৎ লাভ যদি না থাকে তবে কোনো ব্যবসাই বড় হতে পারে না।

আরো পড়ুন :- Business Ides : মাত্র ৩ হাজার টাকা থেকে ব্যবসা শুরু করে আয় করুন লাখ টাকা

এই সকল কথা গুলো মাথায় রেখে ডিলার , ডিস্ট্রিবিউটর বা ফ্রাঞ্চাইজি ব্যাবসায় নামুন ১০০% লাভবান হবেন। এই ব্যবসা সমন্ধে আরো জানতে নিচে দেওয়া ভিডিওটি দেখতে পারেন

এই রকম আরো ব্যাবসায়ী খবর পেতে আমাদের ফলো করুন 

—————————————————————————–

আপনার ব্যবসার জন্য ওয়েবসাইট বানাতে চাইলে এভিলো ডিজিটাল মার্কেটিং দিচ্ছে বিরাট অফার। আপনি কি ব্যবসার জন্য ওয়েবসাইট বানাতে চান ? এই সংস্থা আপনার ব্যবসার জন্য  খুবই কম খরচে ওয়েবসাইট বানিয়ে দেবার উদ্যোগ নিয়েছে। তাই আজই যোগাযোগ করুন।

আপনি আপনার ব্যবসার জন্য ওয়েবসাইট বানাতে চাইলে বা ডিজিটাল মার্কেটিং অথাৎ অনলাইনে আপনার ব্যাবসার প্রচার করাতে চাইলে।

এভিলো ডিজিটাল মার্কেটিং ( Avilo Digital Marketing ) সংস্থার সাথে যোগাযোগ করতে পারেন। যেখান থেকে আপনি আপনার ব্যবসার জন্য খুবই কম খরচে ডিজিটাল মার্কেটিং করাতে পারবেন। এছাড়া ও সমস্ত প্রকার ডিজিটাল সুবিধা নিতে পারবেন।

যোগাযোগ :- 8967491470

ই-মেইল :- [email protected]

আপনি যদি আপনার ব্যবসাকে কি ভাবে অনলাইনে নিয়ে যাবেন বা ব্যবসাকে বড় করবেন অথাৎ ব্যবসার প্রসার ঘটাবেন তা জানতে চান তবে , সময় নষ্ট না করে এখুনি এভিলো ডিজিটাল মার্কেটিং সংস্থার সাথে যোগাযোগ করুন। তার জন্য আপনাকে কোনো টাকা খরচ করতে হবে না। সম্পূর্ণ ফ্রীতে আপনি এই সার্ভিসটি পাবেন।

https://www.youtube.com/watch?v=dIcUTou8rWs

Bangla news dunia Desk

মন্তব্য করুন