Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- পোস্ট অফিসের টাকা রাখার লাভজনক স্কিম ! কোনো চিট ফান্ডে ভরসা নয় ভালো রিটার্ন পেতে টাকা রাখুন পোস্ট অফিসে। আছে বেশ কিছু লাভ জনক স্কিমে। তবে রাতারাতি নয়, ধীরে ধীরে আপনার রাখা আমানতের টাকা হবে দ্বিগুণ। সম্প্রতি এমনই এক স্কিম এনেছে ভারতীয় ডাকঘর। সেই স্কিম অনুযায়ী পোস্ট অফিসে টাকা রাখলে দ্বিগুণ টাকা পাবেন বিনিয়োগকারী।
কিন্তু জানেন কি বেশ কয়েকটি স্কিম পোস্ট অফিসে রয়েছে যাতে টাকা বিনিয়োগ করা যেতেই পারে। ব্যাঙ্কের টাকা রাখার সেভিংস অ্যাকাউন্টে মাত্র ৪% সুদ দেয়। সেখানে পোস্ট অফিসে মিলবে দ্বিগুণ বেশি টাকা। এরকম কিছু স্কিম নিয়ে এসেছে পোস্ট অফিস।
দেখে নিন সেই লাভ জনক স্কিম গুলি এক নজরে —
ন্যাশানাল সেভিংস সার্টিফিকেট:- আপনি যদি এই স্কিমে টাকা রাখেনা সেই টাকার ওপর আরো পাবেন ৮ শতাংশ সুদ পেতে পারেন। কিন্তু মেয়াদ শেষের আগে বা মাঝে কোনও টাকা তুলতে পারবেন না। যত বছরের জন্য আপনি এই পলিসি নেবেন ঠিক তত বছর পরে টাকা তুলতে পারবেন। তার আগে টাকা তুলে নিলে লভ্যাংশ কম হবে।
পোস্ট অফিস রেকারিং ডিপোজিট: আপনি মাসে ২০ টাকা থেকে শুরু করে মাসিক ১০ হাজার টাকা অবধি জমাতে পারেন। আপনি এই স্কিমে ৫ বছরের জন্য এই টাকা জমাতে পারেন। এরফলে ৫ বছর পর আপনার হাতে আসবে মোটা আম্যাউন্টের টাকা।
মান্থলি ইনকাম স্কিম: পোস্ট অফিসের বিভিন্ন স্কিমের মধ্যে মান্থলি স্কিম লাভজনক। এখানে মাসিক দেড় হাজার টাকা থেকে সাড়ে চার লক্ষ টাকা আপনি জমা রাখতে পারেন। সাধারণত স্কিমের মেয়াদ হবে ৬ বছর। কম বিনিয়োগে বেশি লাভ করার জন্য এটি ভালো। এই স্কিমে সাধারণত ৭.৬ শতাংশ হারে সুদ পাওয়া যায়।
সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম: এটি সবার জন্য নয় যাদের বয়স ৬০ বছর বা তার বেশি তাঁদের জন্য। এই স্কিমে ৮.৭ শতাংশ হারে সুদ পাবার সুযোগ রয়েছে। আয়কর বিভাগের ছাড় পাবার সুযোগ আছে।
Highlights
1. পোস্ট অফিসের টাকা রাখার লাভজনক স্কিম !
2. আয়কর বিভাগের ছাড় পাবার সুযোগ তেমনই আছে
#Post office #Savings #Money #Scim #Tips