প্রি-বুকিং মাত্র ১ টাকায় ! দারুন অফার দিল Flipkart

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- প্রি-বুকিং মাত্র ১ টাকায় ! ইতিমধ্যেই ভারতের ই-কমার্স ওয়েবসাইট সংস্থা ফ্লিপকার্ট তাদের বিগ সেভিং ডেস সেল এর ঘোষনা করে দিয়েছে। আগামী  ১৮ সেপ্টেম্বর থেকে শুরু করে আগামী ২০ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই সেল অফার। অফারের এই কয়েকদিন ক্রেতারা মোবাইল, ট্যাবলেট, টিভি এবং ইলেকট্রনিক্স সহ জামাকাপড় আরও অনেক পণ্যতে দুর্দান্ত অফার পাবেন বলে ঘোষনা করেছে Flipkart।

এছাড়াও Flipkart এই সেলের বিশেষ অফার এনেছে যেখানে আছে আরো একটি দুর্দান্ত অফার। এক্ষেত্রে আপনার পছন্দের পন্যটি আগে থেকে মাত্র ১ টাকায় বুকিং করে নিতে পারবেন। এই অফার অনুযায়ী প্রি বুকিং সুবিধা ১৫ এবং ১৬ সেপ্টেম্বর শুরু হবে। তাই দেরি করবেন না। এছাড়াও এক্ষেত্রে প্রি-বুকিংয়ের পাশাপাশি থাকছে আরো অনেক ভালো ভালো অফার। Flipkart বিগ সেভিং ডে সেলস- অনুযায়ী আপনি এসবিআই ব্যাংক-র কার্ড ব্যবহারে আরো ১০ শতাংশ ছাড় পাবেন।

অফার অনুযায়ী আপনি ফ্লিপকার্টের হোমপেজে প্রি-বুক স্টোরে গিয়ে ১ টাকায় পণ্য বুক করতে হবে। আপনি কোনও দামের মোবাইল এবং ট্যাবলেট ইএমআই ও এক্সচেঞ্জ অফারে কিনতে পারবেন। এছাড়াও ইএমআই , কার্ডলেস ক্রেডিট এবং এক্সচেঞ্জ অফারগুলি থাকছে বিভিন্ন জিনিস কেনার ক্ষেত্রে। আপনি বাচ্চাদের খেলনা কিনতে পারবেন মাত্র ৯৯ টাকাতেই। এছাড়াও যেকোনো খাবারের উপর আছে ৬০ শতাংশ ছাড়। রয়েছে  আরো অনেক অফার তাই দেখুন ফ্লিপকার্টের ওয়েবসাইটে গিয়ে বিস্তারিত ভাবে।

Highlights

1. প্রি-বুকিং মাত্র ১ টাকায় !

2. প্রি বুকিং সুবিধা ১৫ এবং ১৬ সেপ্টেম্বর শুরু হবে

#Flipkart #Offer #Sale #Big-S

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন