বইপাড়ার নব জন্ম ,নতুন দিশা -দেখুন কিভাবে

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia : S. Datta Roy –   দীর্ঘ লকডাউন এবং আমফানের ঝড় ঝাপ্টা সামলে কয়েকদিন হল খুলেছে আমাদের সকলের প্রিয় কলেজস্ট্রীট যা বইপাড়া নামেই অধিক পরিচিত। প্রেসিডেন্সি ইউনিভার্সিটি সংলগ্ন এই বইপাড়া। বইমহল নামে একটি ছোট দোকানের বই ব্যবসায়ী নাজমুল জানায় – দোকান খুললেও কোনো খদ্দের নেই ,তাই পুরোনো বাধা ক্রেতাদের নিয়ে হোয়াটসআপ আর ফেসবুকে গ্রুপ খুলেছেন। প্রায় ৫০০০ মতো মানুষ গ্রুপে আছে।

বইপাড়া

তারাই নাকি বাঁচিয়ে রেখেছে। ক্রেতাদের বইয়ের স্টক দেখানোর জন্যই বিভিন্ন বইয়ের ফটো হোয়াটসআপ আর ফেসবুকে দেওয়া হচ্ছে সেইসঙ্গে ডিসকাউন্ট সহ দামও লিখে দেওয়া হচ্ছে। অর্ডার কনফার্ম করলে ক্রেতার ঠিকানায় বই পাঠিয়ে দেওয়া হচ্ছে টাকা অনলাইনে চলে আসছে। এভাবেই নতুন দিশা দেখছে বইপাড়া। এই করোনা পরিস্থিতিতে এভাবে ছাড়া আর কোনো উপায় নেই। একজন বলছেন -ক্ষতির পরেও লক্ষ লক্ষ টাকার বই গুদামে ও দোকানে জমে আছে।

সেই বই বিক্রি করার জন্যই হোয়াটসআপ আর ফেসবুকে গ্রুপ খোলা। এখন এরকম ৩/৪ টি গ্রুপ হয়ে গেছে। বেশিরভাগই কলেজ ও ইউনিভার্সিটির ছাত্র ছাত্রী ,তাই তাদের অর্ডার মতো বই কুরিয়ার করে পাঠিয়ে দিচ্ছে তারা। দেব সাহিত্য কুটির ,দেজ  ইত্যাদি প্রকাশক বিক্রেতারা হোয়াটসআপ আর ফেসবুকে জনসংযোগ গড়ে বাড়িতে বই পাঠিয়ে দিচ্ছেন। দরকারে ভিডিওকলে ক্রেতাদের বই দেখানো হচ্ছে। হোয়াটসআপ আর ফেসবুকই এখন বইপড়ার ভরসা।

Highlights 

1.  হোয়াটসআপ আর ফেসবুকই এখন বইপড়ার ভরসা। 

২.  ক্রেতাদের বইয়ের স্টক দেখানোর জন্যই বিভিন্ন বইয়ের ফটো হোয়াটসআপ আর ফেসবুকে দেওয়া হচ্ছে সেইসঙ্গে ডিসকাউন্ট সহ দামও লিখে দেওয়া হচ্ছে।

৩.  ক্ষতির পরেও লক্ষ লক্ষ টাকার বই গুদামে ও দোকানে জমে আছে।

বইপাড়া ( কলেজস্ট্রীট )    #  অনলাইন  বিক্রি 

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন