বয়কট চিন কি শুধুই হুজুগ? দেখুন বিস্তারিত

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- বয়কট চিন কি শুধুই হুজুগ? লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণরেখা ভারত এবং চিনের সেনাবাহিনীর মধ্যে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হওয়ার পর থেকেই দেশে চিনা পণ্য বয়কটের ডাক উঠেছিল। গত সোমবার চিনের হামলায় ২০ জন ভারতীয় জওয়ান প্রাণ হারানোর পরে সেই দাবি আরও জোরালো হয়েছে। সোশ্যাল মিডিয়াতেও লাগাতার প্রচার চলছে। কিন্তু চিনা পণ্য বয়কটের এই ডাক নিছকই হুজুগ কি না, ফের একবার সেই প্রশ্ন উঠল।

গোটা বিশ্বের মতোই ভারতের বাজারে বিপুল জনপ্রিয় বিভিন্ন চিনা ব্র্যান্ডের মোবাইল ফোন গুলি। কয়েকদিন আগেই চিনা মোবাইল ব্র্যান্ড OnePlus ভারতের তাঁদের নতুন স্মার্ট ফোন OnePlus 8 Pro-এর সেল শুরু করে। আর সেই সেল শুরু হওয়ার কয়েক মিনিটের মধ্যেই নিঃশেষিত হয়ে গেল One Plus-এর ফ্ল্যাগশিপ স্মার্টফোন। ফলে এদেশে চিনা ব্র্যান্ডের স্মার্টফোনের জনপ্রিয়তায় যে এতটুকু চিড় ধরেনি, তা ফের প্রমাণ হয়ে গেল৷

সেল শুরু হওয়ার কয়েক মিনিটের মধ্যে সব ফোন বিক্রি হয়ে যাওয়ায় অনেক ভারতীয়ই রুষ্ট হন। ট্যুইটারে তাঁরা অভিযোগ করেন, দীর্ঘ দিন ধরে অপেক্ষা করার পরেও তাঁরা ফোন কেনার সুযোগ পেলেন না। সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, ভারতে রপ্তানীর পরিমাণের দিক থেকে তালিকার শীর্ষে রয়েছে চিন।ভারতে চিনের মোট রপ্তানির বাণিজ্য উদ্বৃত্তের পরিমাণ ৩.৮ লক্ষ কোটি টাকা।

One Plus ব্র্যান্ডটির মালিকানা রয়েছে চিনা সংস্থা BBK Electronics-এর হাতে এই সংস্থার অন্যান্য কয়েকটি জনপ্রিয় মোবাইল ফোন ব্র্যান্ড হলো Oppo, Realme, Vivo এবং Iqoo৷ এই ব্র্যান্ডগুলির প্রত্যেকটি ভারতে বিপুল জনপ্রিয়৷ চিনা প্রযুক্তি সংস্থা Xiaomi ব্র্যান্ডের পর Oppo, Realme, Vivo-ই ভারতের সর্বাধিক বিক্রিত স্মার্টফোন ব্র্যান্ডগুলির মধ্যে অন্যতম। তাই আগামী দিনে সত্যিই চীনা পণ্য বয়কট হয় কিনা তা দেখার।

Highlights

1. বয়কট চিন কি শুধুই হুজুগ?

2. তাই আগামী দিনে সত্যিই চীনা পণ্য বয়কট হয় কিনা তা দেখার

# Boycott China 

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন