বিপুল আর্থিক ক্ষতি, মন্দা দেখতে হতে পারে দেশকে

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- করোনা ভাইরাস সংক্রমণ রুখতে টানা লকডাউন চলছে দেশজুড়ে।টানা লকডাউনের প্রভাবে দেশের অর্থনৈতিক কার্যকলাপ প্রায় বন্ধই বলা চলে। বন্ধ শিল্প কলকারখানা ও উৎপাদন। বিপুল আর্থিক ক্ষতি ও মন্দা । সেই পরিস্থিতিতে চরম অর্থনৈতিক সংকটে পড়েছে দেশ। সেই আর্থিক সংকট বাড়বে ছাড়া কমবে না, এমনই মনে করছে ‘ Goldman Sachs’

লক ডাউন নিয়ে সোমবার বৈঠক প্রধানমন্ত্রীর

উলেখ্য তাদের সমীক্ষা অনুযায়ী , জিডিপির হার দ্বিতীয় ত্রৈমাসিকে কমতে পারে ৪৫ শতাংশ। ওই সংস্থার অর্থনীতিবিদ প্রাচী মিশ্র জানিয়েছেন, ২০২১ আর্থিক বর্ষে জিডিপির পরিমাণ কমতে পারে প্রায় ৫ শতাংশ। ইহা অতীতের ‌সময়ের মন্দার তুলনায় অনেক বেশি। ভারতীয় অর্থনীতির ইতিহাসে এমন মন্দা এর আগে কখনই দেখা যায়নি।

আরো পড়ুন :- রাজ্যে বাস ভাড়া বাড়ছে না

তাদের সমীক্ষা অনুযায়ী , শেষ কয়েকদিন ধরে দফায় দফায় কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে বেশ কয়েকটি অর্থনৈতিক সংস্কারের কথা ঘোষণা করা হয়েছে। কিন্তু সেগুলি সবকটিই মাঝমাঝি সময়সীমার। ফলে তাড়াতাড়ি এগুলির ফল পাওয়া যাবে, এটা ভুল হবে। ফলে খুব দ্রুত অর্থনীতির চেহারাটা পাল্টে যাবে, এমনও মনে হচ্ছে না।

আরো পড়ুন :-  রাজ্যে কমল সংক্রমণের গতি , গত ২৪ ঘন্টার বুলেটিন

তবে ঘোষিত এই প্রকল্পগুলির প্রভাব দেশীয় অর্থনীতিতে কতটা পড়ে বা না পড়ে, সেই বিষয়ে অর্থনীতিবিদেরা নজর রাখছেন। প্রধানমন্ত্রীর ঘোষিত ২০ লক্ষ কোটি টাকার ‘ আত্মনির্ভর ভারত প্রকল্পের ‘প্যাকেজের বিভিন্ন দিক স্পষ্ট করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। সেখানে কৃষি, শিল্প–বাণিজ্য ক্ষেত্রে আরও উদার অবস্থান সামনে এনেছেন। সরকারের এই উদার অর্থনৈতিক অবস্থান কতটা ভারতের অর্থনীতিকে চাঙ্গা করতে পারে। সেটাই দেখার।

Highlights

  • বিপুল আর্থিক ক্ষতি ও মন্দা
  • ২০২১ আর্থিক বর্ষে জিডিপির পরিমাণ কমতে পারে প্রায় ৫ শতাংশ

# India # Economy # Business # Lockdown

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন