বিল এবং মেলিন্ডা ফাউন্ডেশন থেকে সরে দাঁড়ালেন ধনকুবের ওয়ারেন বাফেট

By Bangla news dunia Desk

Published on:

Bangla News Dunia , অমিত রায় :- ধনকুবের ওয়ারেন বাফেট সর্বদা বিশ্বের এক থেকে পাঁচের মধ্যে থাকা ধনী ব্যাক্তি। দীর্ঘদিনের বন্ধু বিল গেটসের ফাউন্ডেশনের ট্রাস্টি পদ থেকে ইস্তফা দিলেন ওয়ারেন বাফেট । বিল গেটস এবং মেলিন্ডা গেটসের বিবাহ বিচ্ছেদের পর তাঁদের তৈরী ফাউন্ডেশনে এমনিতেই ধাক্কা লেগেছিল। এই  বার বার্কশায়ার হ্যাথওয়ের ধনকুবের কর্ণধার বাফেট সরে দাঁড়ানোর সিদ্ধান্তে তাতে আরও ধাক্কা লাগল বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

বুধবার অথাৎ গতকাল একটি বিবৃতি জারি করে ওয়ারেন বাফেট বলেন , তিনি বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন থেকে সরে দাঁড়াচ্ছেন । যদিও বিবৃতিতে বাফেট লিখেছেন, ‘ফাউন্ডেশনের সঙ্গে আমার লক্ষ্যের ১০০ শতাংশ সমন্বয় রয়েছে।

আরো পড়ুন :- যেমন কর্ম তেমন ফল , নিজের কর্মের ফল হাতে নাতে পেলো জার্মানি

বার্কশায়ার হ্যাথওয়ে কোম্পানির মাধ্যমে নিজের ব্যবসায়িক সাম্রাজ্য গড়ে তোলা ৯০ বছরের বাফেট আর্থিক দানের পরিমাণও কিছু কম নয়। গত ১৫ বছরে নিজের সম্পত্তি থেকে ২ হাজার ৭০০ কোটি ডলারেরও বেশি অর্থ বিভিন্ন সংস্থায় দান করেছেন তিনি। এমনকি নিজের মৃত্যুর আগে বার্কশায়ার হ্যাথওয়ের সমস্ত শেয়ারও দান করার ইচ্ছে রয়েছে তাঁর। বুধবারের বিবৃতিতে বাফেট জানিয়েছেন, এখনও পর্যন্ত সেই লক্ষ্যমাত্রার অর্ধেক পূরণ হয়েছে।

মাইক্রোসফটের প্রাক্তন প্রধান ও প্রতিষ্ঠাতা বিল গেটসের ফাউন্ডেশনের বোর্ডে বাফেট ছাড়াও ছিলেন বিল এবং তাঁর প্রাক্তন স্ত্রী মেলিন্ডা গেটস। তবে গত মাসে ২৭ বছরের দাম্পত্য জীবনে ছেদ পড়েছে বিল-মেলিন্ডার। যদিও বিচ্ছেদের পরেও নিজেরা ফাউন্ডেশনের কাজে আগের মতোই জড়িত থাকবেন বলে জানিয়েছিলেন। তবে এই ফাউন্ডেশেন থেকে ওয়ারেন বাফেট সরে যাওয়ায় তার প্রভাব ফাউন্ডেশনের উপর  পড়বে কি না, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে নানা মহলে।

গত মাসে ওই ফাউন্ডেশনের কর্মীদের সঙ্গে বৈঠকের পর সংস্থার সিইও মার্ক সুজম্যান জানিয়েছিলেন, ‘ফাউন্ডেশনের দীর্ঘমেয়াদী স্থায়িত্ব বৃদ্ধি ও স্থিতিশীলতা’র দিকে নজর দেওয়াই লক্ষ্য হবে তাঁর। ট্রাস্টি পদ থেকে সরলেও সুজম্যানের প্রতি তাঁর সম্পূর্ণ সমর্থন থাকবে বলে ওয়ারেন বাফেট জানিয়েছেন। তাৎপর্যপূর্ণ ভাবে, নিজের বিবৃতিতে বন্ধু বিলের বিবাহ বিচ্ছেদ নিয়ে একটি কথাও উল্লেখ করেননি ওয়ারেন বাফেট ।

আরো পড়ুন :– ভারতে লিটার প্রতি তেল ১০০ টাকা , ভেনিজুয়েলায় কত জানেন ? চমকে যাবেন

আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন

বিশেষ বিজ্ঞপ্তি :- বর্তমান সময়ে আমরা সকল দেশ বাসি করোনা মহামারীর মধ্যে দিয়ে যাচ্ছি। দেশে করোনা মারাত্মক আকার ধারণ করেছে। এই অবস্থায় নিজের ও নিজের পরিবারের খেয়াল রাখুন। প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বেরোবেন না। আপনার সময় আসলে ভ্যাকসিন নিন। এতে করোনা থেকে মুক্তি পাবেন। ভয় পাবেন না নিয়ম মেনে চলুন। নিজে সুস্থ থাকুন ও অপরকে সুস্থ রাখুন। একদিন খারাপ সময় কেটে গিয়ে ভালো সময় আসবে।

আরো পড়ুন :- Good News : ভারতের থেকে ১২ টি তেজস ফাইটার জেট নিতে পারে আর্জেন্টিনা

Bangla news dunia Desk

মন্তব্য করুন