ভিডিও : ছোট ব্যাবসায়ীদের ৫ থেকে ৫০ লাখ টাকা লোন দেবে ফেসবুক , খুব সহজে আপনিও পেতে পারেন

By Bangla news dunia Desk

Published on:

Bangla News Dunia , দীনেশ দেব :- আপনি কি ব্যবসা করছেন ? ব্যবসা করতে অর্থ দরকার তবে এই করোনা পরিস্থিতিতে ফেসবুক আপনার জন্য অর্থের সমস্যার সমাধান করতে চলেছে। এই প্রথম ফেসবুকের মতো সোশ্যাল মিডিয়া সংস্থা ভারতের নাগরিকদের ব্যবসা করার জন্য লোন দিতে চলেছে। ফেসবুক এই সুবিধা সারা বিশ্বের মধ্যে সর্বপ্রথম ভারতেই চালু করলো। যাতে করে ভারতের ছোট ব্যাবসায়ীরা যারা অর্থের অভাবে নিজের ব্যবসাকে বড় করতে পারছেন না , তাদের ব্যবসার বৃদ্ধিতে সাহায্য করা যায়।

এই লোন নিতে আপনাকে কোনো জমানত দিতে হবে না , অথাৎ আপনার থেকে  কোনো কিছু নেওয়া ছাড়াই লোন দেবে ফেসবুক। এর জন্য আপনাকে শুধু ব্যবসা দেখতে হবে। ফেসবুক ৫ লাখ থেকে ৫০ লাখ টাকা পর্যন্ত লোন দেবে , ফলে আপনি আপনার দরকার মতো লোন নিতে পারবেন। তবে এর সুদের হার ব্যাঙ্কের থেকে একটু বেশি হতে পারে। মনে করা হচ্ছে ১৭ থেকে ২০ শতাংশ হতে পারে সুদের হার। যা ব্যাংকে ১৩ থেকে ১৭ শতাংশ হয়ে থাকে।

তবে এই লোন পেতে গেলে আপনাকে একজন ফেসবুক ব্যাবহারকারী হতে হবে আর এরই সাথে নিয়মিত ফেসবুকে আপনার ব্যাবসার বিজ্ঞাপন দিতে হবে। তবেই আপনি এই ঋণ পাবেন বলে ফেসবুকের তরফ থেকে জানানো হয়েছে।

তবে Avilo Digital নামের এই সংস্থা আপনাকে এই লোন পাইয়ে দিতে সাহায্য করতে পারে। কারণ আপনাকে নিয়মিত ফেসবুকে বিজ্ঞাপন দিতে হবে , তবেই আপনি লোন পাবেন। আর এই সংস্থা আপনাকে সবরকম ভাবে সাহায্য করবে , যাতে আপনি লোন পান আর আপনার ব্যবসা বৃদ্ধি পায়। আপনি ব্যাবসায় লাভের মুখ দেখতে পান। এই সংস্থা যোগাযোগ নম্বর হলো – 8967491470 , ( আমরা চাই আমাদের দর্শকরা ব্যবসা করে দেশের উন্নতিতে অংশ গ্রহণ করুক ) এই লোন ছোট থেকে বড় সকল ব্যাবসায়ী পেতে পারেন। নিচে দেওয়া ভিডিওটি দেখতে পারেন – 

আরো পড়ুন :- Indian Economy Update : ভারতীয় অর্থনীতির জন্য বিরাট বড় উপলব্ধি হাসিল করলো মোদী সরকার !

আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন

বিশেষ বিজ্ঞপ্তি :- বর্তমান সময়ে আমরা সকল দেশ বাসি করোনা মহামারীর মধ্যে দিয়ে যাচ্ছি। দেশে করোনা কিছুটা কমলেও ঢিলেমি দেবেন না । এই অবস্থায় নিজের ও নিজের পরিবারের খেয়াল রাখুন। প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বেরোবেন না। আপনার সময় আসলে ভ্যাকসিন নিন। এতে করোনা থেকে মুক্তি পাবেন। ভয় পাবেন না নিয়ম মেনে চলুন। নিজে সুস্থ থাকুন ও অপরকে সুস্থ রাখুন। একদিন খারাপ সময় কেটে গিয়ে ভালো সময় আসবে।

আরো পড়ুন :- যখন সারা বিশ্ব আফগানিস্তান নিয়ে ব্যাস্ত তখন ভারত সরকার শ্রীলঙ্কাকে করলো বিরাট বড় সাহায্য !

 

 

Bangla news dunia Desk

মন্তব্য করুন