Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- মাত্র ২০ হাজার এল ই-স্কুটার। ২০২০ তে মানুষ আর্থিক সমস্যার মুখোমুখি হচ্ছে। হয়ত এই আর্থিক সমস্যার সম্মুখীন হতে হবে সাধারণ মানুষকে আরও অনেক দিন। তারা এখন কোনও ভাবে খেয়ে বেঁচে আছে, এক নতুন আশায়। তাই এবার এই সব সাধারণ মানুষদের কথা মাথায় রেখেই এক নতুন স্টার্ট আপ সংস্থা সব থেকে কম দামে নিয়ে আসতে চলেছে বৈদ্যুতিন স্কুটার। এতোটাই কম দাম যে, মানুষ হয়ত ভাবতেও পারবে না। এর আগে অনেক কিছুই কম দামে আমরা দেখেছি ব্যবহার করেছি।
২৯৯ টাকার ফোন, ৩৯৯৯ টাকার এল ই ডি টিভি। এবার ডেটেল নামে এক সংস্থা সব থেকে কম দামী এক বৈদ্যুতিন গাড়ি বাজারে লঞ্চ করতে চলেছে। এই গাড়ির নাম রাখা হয়েছে ডেটেল ইজি। এই গাড়ির দাম সত্যি অবিশ্বাস্য, জি এসটি সহ এই গাড়ির দাম রাখা হয়েছে মাত্র ১৯ হাজার ৯৯৯ টাকার। এই টাকায় তো এখন মানুষ স্মার্ট ফোন কিনে থাকে, এই মূল্যেই যদি দুই চাকার যান পাওয়া যায় তাহলে তো সোনায় সোহাগা। অনেকের বিশ্বাস হবে না দাম শুনে, তাই সংস্থার ওয়েবসাইটে গেলেও স্পষ্ট দাম দেখা যাবে। আসলে এই গাড়ির দাম যে শুধু কম তা নয়, এই গাড়ির মেইন্টেন খরচও কম।
আসলে এই ডেটেল ইজি স্কুটারে যে ব্যাটারীর ব্যবহার করা হয়েছে সেটার মধ্যে ৬ টি পাইপ সহ ২৫০ ওয়াটের বৈদ্যুতিক মোটর। যার গতি রাখা হয়েছে সর্বোচ্চ ২৫ কিমি প্রতি ঘন্টা। এই ব্যাটারির ফুল চার্জ থাকলে, অর্থাৎ এক চার্জে স্কুটার সহজেই ৬০ কিমি দৌড়াতে পারবে, যা অনেকটাই লাভজনক। এই ব্যাটারীর ফুল চার্জ হতে সময় লাগে ৭-৮ ঘন্টা। এই সব তো গেলো স্কুটির স্পেসিফিকেশন সম্পর্কে। এবার আসল কথায় আসা যাক। সেটা হল এই স্কুটির জন্য দরকার পরবে না কোনো ধরনের ড্রাইভিং লাইসেন্স, কারণ কিশোর কিশোরী সবাই এর জন্য যোগ্য। কারণ বৈদ্যুতিন স্কুটিতে লাগবে না শংসা পত্রের, তবে স্কুটির সাথে বিনামূল্যে দেওয়া হবে হেলমেটও।
Highlights
1. মাত্র ২০ হাজার এল ই-স্কুটার
2. তবে স্কুটির সাথে বিনামূল্যে দেওয়া হবে হেলমেটও
#ই-স্কুটার #Market