মেড ইন চায়না-র দিন শেষ হতে চলেছে , বিশ্বের দ্বিতৃয় মোবাইল প্রস্তুত কারক এখন ভারত

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia, সমরেশ দাস :- সমস্ত কিছুর সাথে মোবাইল ফোন মানেই তো মেড ইন চায়না দেখতে হয় । কিন্তু সেটা এখন থেকে কমতে শুরু করেছে । ভারতের বাজার এতটাই বড় যে বাজার ধরতে বহু চীনা কোম্পানি এই দেশে কারখানা গড়ে মোবাইল ফোন উৎপাদন করছে ৷ যার ফলও মিলছে হাতেনাতে ৷

এই মুহূর্তে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মোবাইল ফোন উৎপাদনকারী দেশ এখন ভারত ৷ কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ সোমবার এই ঘোষণা করেছেন ৷ তিনি জানিয়েছেন, দেশে এখনও পর্যন্ত তিনশোরও বেশি মোবাইল উৎপাদনকারী ইউনিট তৈরি হয়েছে ৷

কেন্দ্রীয় মন্ত্রী আরও জানিয়েছেন, ভারতে এখনও পর্যন্ত ৩০ কোটি মোবাইল ফোন উৎপাদন করা হয়েছে ৷ ২০১৪ সালে ভারতে দু’টি প্ল্যান্টে মাত্র ৬ কোটি মোবাইল ফোন তৈরি হতো ৷ যার মূল্য ছিল ৩০০ কোটি ডলার ৷ সেখানে ২০১৯ সালে ভারতে উৎপাদিত মোবাইল ফোনের মোট মূল্য ৩০ হাজার কোটি ডলার ৷

জাওমি ভারতীয় শাখার প্রধান ট্যুইটারে জানিয়েছেন, সংস্থার উৎপাদিত ৯৯ শতাংশ ফোনই ভারতে তৈরি হয় ৷ তার মধ্যে ৬৫ শতাংশ ফোনের আনুষাঙ্গিক সামগ্রী স্থানীয় ভাবে সংস্থান করা হয় ৷ পাঁচ বছর আগে ভারতে তাদের প্রথম ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট তৈরি করেছিল সংস্থা ৷

অ্যাপেল ভারতে তাদের বেশ কিছু ফোন তৈরি করে ৷ বেশ কিছু রিপোর্টে দাবি করা হয়েছে, তাদের অধিকাংশ প্রোডাকশন ইউনিট চিন থেকে সরিয়ে ভারতে নিয়ে আসতে চলেছে অ্যাপেল ৷ দক্ষিণ কোরিয়ার সংস্থা স্যামসাং নয়ডায় পৃথিবীর বৃহত্তম মোবাইল ফোন কারখানা তৈরি করেছে ৷

Highlights

  1. সমস্ত কিছুর সাথে মোবাইল ফোন মানেই তো মেড ইন চায়না দেখতে হয় । কিন্তু সেটা এখন থেকে কমতে শুরু করেছে
  2. কেন্দ্রীয় মন্ত্রী আরও জানিয়েছেন, ভারতে এখনও পর্যন্ত ৩০ কোটি মোবাইল ফোন উৎপাদন করা হয়েছে
  3. জাওমি ভারতীয় শাখার প্রধান ট্যুইটারে জানিয়েছেন, সংস্থার উৎপাদিত ৯৯ শতাংশ ফোনই ভারতে তৈরি হয়

#Made in India  #India Rising   #Indian Business

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন