Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- রেকর্ড ভাঙলো সোনা-রুপোর দাম ! করোনা আবহে সাধারণ মানুষের জন্য ফের এক খারাপ খবর, এবার করোনার সংক্রমণের সাথে লাফিয়ে লাফিয়ে বৃদ্ধি পাচ্ছে সোনা রুপার দাম। আজ বুধবার সোনার বাজার একেবারে তুঙ্গে। কোনো ভাবেই এখন আর ছাড় নেই মানুষের। একদিকে মানুষ করোনা আতঙ্কে ভীত সন্ত্রস্ত, তার উপরে এই সোনার অগ্নিমূল্য। গত কয়েকদিন থেকেই বেড়ে যাচ্ছিল সোনার দাম, এবার সেটা একেবারে চরমে পৌঁছে গেছে।
গত ৯ বছরের মধ্যে সর্বোচ্চ রেকর্ড এই সোনার দামের। বিশ্ব বাজারে বৃদ্ধি পেল এই সোনার দাম। ১% এর মতো বৃদ্ধি পেয়েছে সোনার দাম। এখন দেশে, ১০ গ্রাম পাকা সোনার দাম ৪৯,৯৯৬ টাকার মতো। এর ফলে লাভের মুখ দেখা গেছে ২৮% এর মতো। এইবছর সোনার দাম এতটা বৃদ্ধির কারণ সঠিক আমদানি করা সম্ভব হয় নি। মোটে ১৩ টন সোনাই আমদানি করা সম্ভব হয়েছে। গতবছরের থেকে এই সোনা ৯৬% জুন কোয়ার্টারে কমেছে, আর সেটা কেবল করোনা পরিস্হিতির কারণে। এদিকে বৃদ্ধি পেয়েছে রূপার দামও। এখন কেজি প্রতি রুপোর দাম প্রায় ৬১ হাজার টাকার মতো।
এখন দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন দাম সোনা ও রূপার। ভারতের সোনার ব্যবসায়ীর বৃহত্তম সংগঠন বুলিয়ান অ্যান্ড জুয়েলার্স অ্যাসোসিয়েশন , জানিয়েছেন যে বুধবার ২৪ ক্যারেটের সুদ্ধ সোনার ১০ গ্রামের দাম ৪৯ হাজার,২৫০ টাকা, এদিকে ২২ ক্যারেটের সোনার দাম ৪৯হাজার,৫৩টাকা। ও রুপার কেজি প্রতি দাম ৫২ হাজার ১৯৫ টাকা।
Highlights
1. রেকর্ড ভাঙলো সোনা-রুপোর দাম
2. দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন দাম সোনা ও রূপার
#Gold #Silver