লকডাউনের পর আসতে পারে বিমান যাত্রাতে কিছু নতুন নিয়ম

By Bangla News Dunia Desk - Pallab

Updated on:

BBangla News Dunia ,  সমরেশ দাস : – করোনার জন্য সারা দেশ এ চলছে লকডাউন, যেটা ওঠার কথা ৩রা মে । কিন্তু যেগুলো রেড জোনে সেখানে এখনই উঠছেনা বলে জানিয়ে দিয়েছেন কেন্দ্রীয় ও রাজ্য সরকার । বাকি অঞ্চলগুলোতে কিছুটা শিথিল হতে পারে বলে জানানো হয়েছে । কিন্তু কোনো মোটেই শিথিল হবে না যানবাহন অর্থাৎ পাবলিক ট্রান্সপোর্ট কোনো মতেই এখন চলবে না । সেইরকম ৩রা মে পর্যন্ত্য বন্ধ থাকবে বিমান ও রেল ।

তবে লকডাউনের পর বিমানে যাত্রা করার কথা ভাবছেন তাহলে আপনার ও আপনার পরিবারের সমস্ত সদস্যের মেডিকেল সার্টিফিকেট দেখাতে হবে ৷ এছাড়া ফ্লাইটে যাত্রা করার জন্য হাতের গ্লাভস, ফেসমাস্ক ও ডিস্পোজেবল ক্যাপ্স কিনতে হতে পারে ৷

আরো পড়ুন :- টিকিয়া পাড়ায় পুলিশের উপরে হামলা করার জন্য প্রত্যেকের বিরুধ্যে ব্যবস্থা নেওয়া হবে

একটি ইংরেজি সংবাদ পত্রিকাতে এক প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, বিমানে যাত্রা করার নিয়ম ঠিক করার জন্য একটি কমিটি গঠন করা হয়েছে ৷ বিমানে যাতে করোনা না ছড়িয়ে পড়ে তার জন্য এই কমিটি যাত্রীদের ও এয়ারপোর্ট স্টাফের জন্য SOP(standard operation procedure) তৈরি করছে ৷ শীঘ্রই সেটি জারি করা হবে ৷ ১৫ মে-র পর দেশে বিমান ও ট্রেন পরিষেবা চালু হওয়ার সম্ভাবনা রয়েছে বলে মনে করা হচ্ছে ৷ জুন থেকে লকডাউন পুরোপুরি ভাবে তুলে নেওয়া হতে পারে ৷

আরো পড়ুন :- ন্যাশনাল ই কমার্স টপকালো আমাজনকে

কিছু বিমান সংস্থা ঠিক করেছে তারা মেডিকেল সিট আলাদা করে রাখবেন ও তার বুকিং ও তারা শুরু করবেন । আবার কোরিয়ান বিমান সংস্থা বলেছে যে তাদের কেবিন ক্রিও যারা থাকবেন তাদের বিমান ওরা থেকে অবতরণ করা পর্যন্ত্য পড়তে হবে সম্পূর্ণ প্রোটেক্টিভ কিট ।

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন