Bangla News Dunia : S. Datta Roy – টানা ২ মাসের বেশি সারা দেশ ব্যাপী লক ডাউন চলার পর 1st জুন থেকে শুরু হয়েছে Unlock 1 .কন্টেনমেন্ট জোন বাদে সব জায়গাতেই আস্তে আস্তে সব দোকানপাট খুলে যাচ্ছে। লক ডাউনের আগে কলকাতা ও তার আশেপাশের এলাকাতে প্রতিদিন মোটামুটি ৫০০০ মতো স্মার্ট ফোন ও ফিচার ফোন বিক্রি হতো। এখন সেটা কমে দাঁড়িয়েছে ৫০০ মতো। যেটুকু বিক্রি হচ্ছে সেটাও ১০ হাজার টাকার কম দামে। এইভাবে চললে প্রায় ৪০ % বিপনী বন্ধ হয়ে যেতে পারে। কাজ হারাতে পারে ৬০০০ এর মতো কর্মী।
কলকাতা সহ সারা রাজ্যের মোবাইল ও ইলেক্ট্রনিক্স এর সবচেয়ে পপুলার জায়গা হল চাঁদনী চক। সেখানকার মোবাইলের দোকানগুলিতে ক্রেতার চেয়ে কর্মীর সংখ্যা বেশি। বিবাদী বাগের একটি দোকানে আগে প্রতিদিন গড়ে ১০০ টি মোবাইল ফোন বিক্রি হতো। আর শেষ ৭ দিনে বিক্রি হয়েছে ৭০-৮০ টি। সেটাও আবার কম দামের, ১০ হাজার বা তার মধ্যে।
ভারতে মোবাইল উৎপাদনকারী সংস্থা গুলোর সংগঠন আইসিইএ (ICEA) জানিয়েছিল মে মাসের শেষে ৪ কোটির বেশি মোবাইল খারাপ হয়ে পরে থাকবে ,কারণ বাজারে ঠিক করার প্রয়োজনীয় যন্ত্রের অভাব। কলকাতায় যত মোবাইল বেচা -কেনা হয় তার ৬০ % নতুন এবং ৪০ % সেকেন্ড হ্যান্ড। লক ডাউনের আগে বাজারে মোবাইলের গড় দাম ছিল ১২০০০ টাকা ,যেটা এখন হয়েছে ৭০০০ টাকা।
Highlights
১. লক ডাউনের আগে কলকাতা ও তার আশেপাশের এলাকাতে প্রতিদিন মোটামুটি ৫০০০ মতো স্মার্ট ফোন ও ফিচার ফোন বিক্রি হতো।
২. এখন সেটা কমে দাঁড়িয়েছে ৫০০ মতো।
৩. কলকাতায় যত মোবাইল বেচা -কেনা হয় তার ৬০ % নতুন এবং ৪০ % সেকেন্ড হ্যান্ড।
# স্মার্ট ফোন # কলকাতা