লকডাউনে উৎপাদন শিল্পের করুন অবস্থা

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

BBangla News Dunia , সঙ্গীতা দত্ত রায়  :-   ব্রিটেনের আইএইচএস (IHS) মার্কিট সংস্থা সোমবার জানায় তাদের ‘ইন্ডিয়া ম্যানুফ্যাকচারিং পারচেজিং ম্যানেজার্স ‘ (PMI) সূচক মার্চ মাসে ৫১.৮ থেকে ২৭.৪ -তে নেমে এসেছে যা বিগত ১৫ বছরে কখনো হয়নি। পিএমআই -এর সূচক যদি ৫০ এর ওপরে থাকে তাহলে ধরে নেওয়া যায় ম্যানুফ্যাকচারিং শিল্পে উৎপাদন বাড়ছে আর ৫০ -এর কম থাকার অর্থ উৎপাদনে করুন অবস্থা।

আরো পড়ুন :করোনার জেরে বেড়েছে রান্নার হিরিক , রেস্টুরেন্ট একটু চিন্তায় । সবাই তো রাঁধুনী , খেতে আসবে কে?

Industry

গত এপ্রিলে এই পিএমআই সূচক এসে দাঁড়ায় ২৭.৪ -এ। গত জানুয়ারী মাসে পিএমআই সূচক ছিল ৫৫.৩ ,ফলে অর্থনীতির অবস্থাও ভালো ছিল। মার্চ মাসে কম হলেও কিছু রপ্তানি হয়েছিল কিন্তু এপ্রিল মাসে সেটা একেবারেই বন্ধ হয়ে যায়। একটি রিপোর্টে বলা হয়েছে লকডাউনের জন্য দেশ জুড়েই শিল্প কারখানা ,ব্যবসা বাণিজ্য সব বন্ধ থাকায় সংস্থাগুলো বেতন কমানো ও কর্মী ছাঁটাই করে যার ফলস্বরূপ ক্রেতা চাহিদা ধাক্কা খায়।

আরো পড়ুন :- দেশের শিল্পমহল পরিত্রানের পথ খুঁজছে

অর্থনীতির কথা চিন্তা করেই ৩ য় পর্যায়ের লকডাউনের মধ্যেও শর্ত মেনে কিছু কলকারখানা ও ব্যবসা বাণিজ্যে ছাড় দেওয়া হয়। বাজারে পণ্যের চাহিদা না থাকায় শিল্পসংস্থাগুলি উৎপাদন করবে কিনা তা নিয়েও চিন্তিত। প্রসঙ্গত উল্লেখযোগ্য গত ৩২ মাস যাবৎ পিএমআই ৫০ এর ওপরেই ছিল। তাছাড়া এতো কম সংখ্যক কর্মী নিয়ে উৎপাদন করাও খুব মুশকিল। এছাড়া কর্মীদের মাস্ক ,গ্লাভস ,স্যানিটাইজার ইত্যাদিতেও তো খরচ আছে।

 

Highlights

  • (PMI) সূচক মার্চ মাসে ৫১.৮ থেকে ২৭.৪ -তে নেমে এসেছে যা বিগত ১৫ বছরে কখনো হয়নি।
  • জানুয়ারী মাসে পিএমআই সূচক ছিল ৫৫.৩। 
  • গত এপ্রিলে এই পিএমআই সূচক এসে দাঁড়ায় ২৭.৪। 

অর্থনীতি                  #  শিল্প 

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন