দেশের শিল্পমহল পরিত্রানের পথ খুঁজছে

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

BBangla News Dunia , সঙ্গীতা দত্ত রায়  :-  করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে বর্তমানে গোটা দেশে লকডাউন চলছে। সংক্রমণ অনুসারে রেড ,অরেঞ্জ ,গ্রীন জোনে দেশের সমস্ত জেলাগুলিকে ভাগ করা হয়েছে। দেশের কোন অংশে লকডাউন শিথিল করা হবে এবং কোথায় হবে না সেই সিদ্ধান্ত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের ।

আরো পড়ুন :- এবার আমাজন থেকে ধারে কেনা যাবে পণ্য , সুবিধা পাওয়া যাবে ইএমআইতে

Industry

কোন কোন পরিষেবায় ছাড় দেওয়া হবে তা এখনো সম্পূর্ণ জানা যায়নি। পশ্চিমবঙ্গ সরকারও শনিবার লকডাউন শিথিল প্রস্তাব মুলতুবি রাখে। আবাসন নির্মাণ সংস্থা মার্লিন গোষ্ঠীর ডিরেক্টর জানান -রাজ্য সরকারের ঘোষণার পরই আমরা কাজ শুরু করার ব্যাপারে সিদ্ধান্ত নেবো। সরকারি অনুমতি পাওয়ার পর আমাদের যেসব কর্মীরা মুর্শিদাবাদে ,মালদায় বাড়ি চলে গেছে তাদের নিয়ে আসা হবে।

আরো পড়ুন :-  যুদ্ধ বিমানথেকে পুস্প বৃষ্টি করে জানানো হবে সন্মান করোনা যোদ্ধাদের

 

Industry

বিশেষজ্ঞদের আন্দাজ লকডাউনের ফলে সমস্ত রাজ্যগুলিতে জিএসটি আদায় অনেক কমে গেছে। পণ্য পরিবহনের জন্য মার্চ মাসে ই -ওয়ে বিল তৈরী করা হয়েছিল ৪.০৬ কোটি এপ্রিল মাসে সেই সংখ্যা দাঁড়ায় ৬৭.৪৭ লক্ষ। এর থেকে পরিত্রানের একমাত্র পথ স্টিমুলাস প্যাকেজ। অবশ্য শুক্রবার কেন্দ্র কিছু কিছু ক্ষেত্রে লকডাউন শিথিল করার কথা বলে। দেশের শিল্পগুলিকে বাঁচাতে শিল্পগোষ্ঠীর আধিকারিকরা সরকারের কাছে আর্থিক সহায়তার জন্য আবেদন করেছে।

 

Highlights

  • সংক্রমণ অনুসারে রেড ,অরেঞ্জ ,গ্রীন জোনে দেশের সমস্ত জেলাগুলিকে ভাগ করা হয়েছে।
  • পণ্য পরিবহনের জন্য মার্চ মাসে ই -ওয়ে বিল তৈরী করা হয়েছিল ৪.০৬ কোটি এপ্রিল মাসে সেই সংখ্যা দাঁড়ায় ৬৭.৪৭ লক্ষ।
  • পরিত্রানের একমাত্র পথ স্টিমুলাস। 

 অর্থনীতি               #  ব্যবসা বাণিজ্য 

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন