Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- মার্চেই বিদ্যুৎ গতিতে বেড়েছিল সোনার দাম । যার ফলে বিক্রি কমেছিল বেশ কিছুটা । কিন্তু সামনে বিয়ের মরশুম আসলে ঘুরে দাঁড়াবে ব্যবসা এমনই মনে করেছিলেন স্বর্ণ ব্যাবসায়ীরা। কিন্তু, সেই প্রত্যাশাতেও জল ঢেলে দিলো করোনাভাইরাস সংক্রমণ । যার ফলে দাম অনেকটা কমলেও, ন্যূনতম বিক্রি না হওয়ার আশঙ্কায় ভুগছে দেশের স্বর্ণ শিল্প মহল।
[ আরো পড়ুন :- লকডাউন উঠলে মাধ্যমিকের ফল প্রকাশ ]
ভারতীয় চেম্বার অব কমার্সের পূর্বাভাস, দেশের সোনার চাহিদা কমবে ৩০%। দেশে স্বর্ণ শিল্পকে বাঁচাতে এবার কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ দাবি করেছে তারা । যেখানে বলা হয়েছে, দেশের GDP-তে ৭% অবদান রয়েছে গয়না শিল্পের। এরসঙ্গে জুড়ে রয়েছে ৫০ লাখের বেশি মানুষের রুজিরুটি। স্বর্ণশিল্পের সঙ্গে যুক্ত শ্রমিকদের জন্য কেন্দ্রের কাছে বিশেষ তহবিল বা আর্থিক প্যাকেজের দাবিও জানিয়েছে ICC।
তবে এমন সংন্থা যেখানে একশো কম কর্মী রয়েছে এবং ৯০ শতাংশের বেতন ১৫ হাজারের নীচে, এমন ৪ লাখ সংস্থার ৮০ লাখ কর্মীর বেতনের ২৪% তিন মাস PF দেওয়ার কথা ঘোষণা করেছে কেন্দ্র। সেই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েও এই সিদ্ধান্তকে ছ’মাসের জন্য করতে আবেদন জানিয়েছে ভারতীয় চেম্বার অব কমার্স।