সংকটে সোনা শিল্প ! অনেকটাই কমবে চাহিদা

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- মার্চেই বিদ্যুৎ গতিতে বেড়েছিল সোনার দাম । যার ফলে বিক্রি কমেছিল বেশ কিছুটা । কিন্তু সামনে বিয়ের মরশুম আসলে  ঘুরে দাঁড়াবে ব্যবসা এমনই মনে করেছিলেন স্বর্ণ  ব্যাবসায়ীরা। কিন্তু, সেই প্রত্যাশাতেও জল ঢেলে দিলো করোনাভাইরাস সংক্রমণ । যার ফলে দাম অনেকটা কমলেও, ন্যূনতম বিক্রি না হওয়ার আশঙ্কায় ভুগছে দেশের স্বর্ণ শিল্প মহল।

[ আরো পড়ুন :- লকডাউন উঠলে মাধ্যমিকের ফল প্রকাশ ]

ভারতীয় চেম্বার অব কমার্সের পূর্বাভাস, দেশের সোনার চাহিদা কমবে ৩০%। দেশে স্বর্ণ শিল্পকে বাঁচাতে এবার কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ দাবি করেছে তারা । যেখানে বলা  হয়েছে, দেশের GDP-তে ৭% অবদান রয়েছে গয়না শিল্পের। এরসঙ্গে জুড়ে রয়েছে ৫০ লাখের বেশি মানুষের রুজিরুটি। স্বর্ণশিল্পের সঙ্গে যুক্ত শ্রমিকদের জন্য কেন্দ্রের কাছে বিশেষ তহবিল বা আর্থিক প্যাকেজের দাবিও জানিয়েছে ICC।

gold , kolkata gold center

তবে এমন সংন্থা যেখানে একশো কম কর্মী রয়েছে এবং ৯০ শতাংশের বেতন ১৫ হাজারের নীচে, এমন ৪ লাখ সংস্থার ৮০ লাখ কর্মীর বেতনের ২৪% তিন মাস PF দেওয়ার কথা ঘোষণা করেছে কেন্দ্র। সেই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েও এই সিদ্ধান্তকে ছ’মাসের জন্য করতে আবেদন জানিয়েছে ভারতীয় চেম্বার অব কমার্স।

[ আরো পড়ুন : লক ডাউনের মেয়াদ বৃদ্ধির ইঙ্গিত প্রধানমন্ত্রীর ]

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন