Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- সন্তানের শুরু করুন সেভিংস। করোনা ভাইরাসের জেরে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে তাতে গোটা দেশ আর্থিক অনিশ্চয়তার মধ্যে দিয়ে যাচ্ছে। এখন বেশির ভাগ মানুষই অর্থ সঞ্চয় করার একাধিক উপায় খুঁজছেন। নিজের পাশাপাশি সন্তানদের ভবিষ্যতের জন্য সেভিংস করে রাখাও অত্যন্ত জরুরি। ভবিষ্যতে বাচ্চাদের প্রয়োজন যাতে পূরণ করতে পারেন, তার জন্য এখন থেকেই এই স্কিমগুলিতে ইনভেস্ট করতে পারেন।
সুকন্য সমৃদ্ধি যোজনা- এই যোজনায় মেয়ের ১০ বছর বয়সের মধ্যে তার বাবা-মা বা অভিভাবক এই অ্যাকাউন্ট খুলতে পারবেন। যে কোনও সরকারি ব্যাঙ্ক বা পোস্ট অফিসের ব্রাঞ্চে খুলতে পারবেন। বর্তমানে এই যোজনায় ৭.৬ শতাংশের হিসেবে সুদ দেওয়া হচ্ছে। এখানে বছরে ন্যূনতম ২৫০ টাকা জমা করতে হবে, অধিকতম ১.৫০ লক্ষ টাকা জমা করা যেতে পারে। আয়কর নিয়মের ৮০সি অনুযায়ী এখানে ট্যাক্স ছাড় পাওয়া যায়। অ্যাকাউন্ট খোলার পর থেকে ১৫ বছরের জন্য ইনভেস্ট করতে হয়। কিন্তু ম্যাচিউর ২১ বছর বয়সে হয়।
পাবলিক প্রোভিডেন্ট ফান্ডেও আপনি সন্তানের ভবিষ্যতের জন্য ইনভেস্ট করতে পারেন। ১৮ বছরের ঊর্ধ্বে যে কোনও ব্যক্তি এই অ্যাকাউন্ট খুলতে পারবেন। এখানে বর্তমানে ৭.১ শতাংশ হিসেবে সুদ দেওয়া হচ্ছে। পিপিএফ অ্যাকাউন্টের ম্যাচিউরিটি পিরিয়ড ১৫ বছরের। বছরে সর্বাধিক ১.৫০ লক্ষ টাকা ইনভেস্ট করতে পারবেন।আপনার দু’টি সন্তান হলে দু’টি আলাদা পিপিএফ অ্যাকাউন্ট খুলে ৩ লক্ষ টাকা পর্যন্ত ইনভেস্ট করতে পারবেন।
ইক্যুইটি মিউচ্যুয়াল ফান্ড বা মিউচ্যুয়াল ফান্ডে ভাল রিটার্ন পেতে হলে বেশি সময়ের জন্য ইনভেস্ট করতে হবে। SIP এর মাধ্যমে কিস্তিতে ইনভেস্ট করতে পারবেন।
Highlights
1. সন্তানের শুরু করুন সেভিংস
2. SIP এর মাধ্যমে কিস্তিতে ইনভেস্ট করতে পারবেন
#মিউচ্যুয়াল #ফান্ড