Bangla News Dunia, অজয় দাস :- এই পৃথিবীতে বেশিরভাগ মানুষই ধনী হতে চান। কিন্তু ধনী হবার জন্য সকলেই ভাবেন বড় বড় ব্যবসা করার প্রয়োজন , কিন্তু এই ধারণাটা সত্য নয়। ছোট ব্যবসা থেকে শুরু করে আসতে আসতে ধনী হওয়া যায়। তবে বেশি পুঁজি খরচ করে বড় বিজনেস করেও অসফল হয় মানুষ। তাই ব্যবসা ছোট পরিসরে শুরু করে তাকে আসতে আসতে বড় করা ভালো। আমরা এখানে কিছু সল্প পুঁজির লাভজনক ব্যবসার কথা আপনাদের বলবো। চলুন জেনে নেওয়া যাক –
১. গুঁড়ো মশলার ব্যবসা :- মশলার চাহিদা সারা বছরই থাকে। বর্তমানে মানুষ আধুনিক হয়েছে তার সাথে সাথে মানুষের কাছে সময়ের অভাব দেখা দিয়েছে। ফলে মানুষ এখন রান্নার জন্য গুঁড়ো মশলার ব্যবহার প্রচুর পরিমানে করছে। আর আপনিও এই গুঁড়ো মশলার ব্যবসা শুরু করতে পারেন
এর জন্য আপনাকে বিভিন্ন মশলাকে ভালো করে রোদে শুকিয়ে পিষে নিতে হবে। এর পর ওই গুঁড়ো মশলা ভালো ভাবে ব্র্যান্ডিং করে প্যাকেট জাত করে মার্কেটে বিক্রি করতে হবে। এছাড়া আপনার তৈরি মশলা হোলসেল ও বেচতে পারেন।
২. মোমবাতি তৈরি :- বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান ও সৌন্দর্যের জন্য মোমবাতি ব্যবহার করা হয়। মোমবাতির কাঁচা মাল হলো পাপ্যারাফিন যা মার্কেটে সহজ লভ্য। বাড়িতে সুন্দর সুন্দর রং বে রঙের মোমবাতি তৈরি করে পাইকারি হিসাবে বিক্রি করতে পারেন। এতে সুন্দর্য ও রঙের জন্য ভালো দাম পাবেন।
আরো পড়ুন :- ব্যবসায় উন্নতির কৌশল গুলি জেনে রাখুন।
৩. স্টেশনারি দোকান :- এই দোকানে বেশি মূল্যের জিনিষ থাকেনা বললেই চলে। এই দোকানে সাধারণত খাতা , বই , পেপার , পেন , পেন্সিল , বিভিন্ন গিফ্ট ইত্যাদি রাখতে পারেন। এছাড়াও নিত্য প্রয়োজনীয় কিছু জিনিষ রাখতে পারেন। যেমন বর্তমানে হ্যান্ড স্যানিটাইজার , হ্যান্ড ওয়াশ , ফেস মাস্ক , হেড ক্যাপ , গ্লাভস ইত্যাদি রাখতে পারেন।
৪. জামা-কাপড়ের ব্যবসা :- নিজের এলাকায় একটি ছোট দোকান করে ব্যবসাটি শুরু করতে পারেন। পরে বাবসাটিকে অনলাইনে নিয়ে যেতে পারেন। জামা – কাপড় এমন একটি জিনিস যার চাহিদা সারা বছরই থাকে। এছাড়া এই জিনিষ নষ্ট হবার নয়। সঠিক মূল্য , সঠিক ব্যবহার , উন্নত মানের প্রোডাক্ট ক্রেতাকে দিলে ক্রেতা আপনার কাছে বারবার আসতে বাধ্য হবে।
আরো পড়ুন :- ব্যবসায় ক্রেতাকে সন্তুষ্ট রাখতে এই জিনিস গুলো মনে রাখুন
৫. কৃষি বীচ ও সার :- এই ব্যবসা কৃষির সাথে যুক্ত ব্যাক্তিরা ভালো ভাবে করতে পারবেন। বিভিন্ন শাক সবজির বীচের উপর একটু জ্ঞান থাকতে হবে। এই বীচ প্যাকেট জাত করে ও ব্র্যান্ডিং করে বিভিন্ন দোকানে বিক্রি করতে পারবেন।
এছাড়া অর্গানিক ( জৈবিক সার ) সার বানিয়ে তা প্যাকেট জাত করে। শহরের বিভিন্ন নার্সারিতে বিক্রি করতে পারেন। এছাড়াও আপনার বীচ ও সার অনলাইনের মাধ্যমে শহরের বিভিন্ন গাছ প্রেমীদের কাছে পৌঁছে দিতে পারেন।
————————————————————————-
আপনার ব্যবসার জন্য ওয়েবসাইট বানাতে চাইলে এভিলো ডিজিটাল মার্কেটিং দিচ্ছে বিরাট অফার। আপনি কি ব্যবসার জন্য ওয়েবসাইট বানাতে চান ? এই সংস্থা আপনার ব্যবসার জন্য সম্পূর্ণ বিনামূল্যে ওয়েবসাইট বানিয়ে দেবার উদ্যোগ নিয়েছে। তাই আজই যোগাযোগ করুন।
আপনি আপনার ব্যবসার জন্য ওয়েবসাইট বানাতে চাইলে বা ডিজিটাল মার্কেটিং অথাৎ অনলাইনে আপনার ব্যাবসার প্রচার করাতে চাইলে।
এভিলো ডিজিটাল মার্কেটিং ( Avilo Digital Marketing ) সংস্থার সাথে যোগাযোগ করতে পারেন। যেখান থেকে আপনি আপনার ব্যবসার জন্য খুবই কম খরচে ডিজিটাল মার্কেটিং করাতে পারবেন। এছাড়া ও সমস্ত প্রকার ডিজিটাল সুবিধা নিতে পারবেন।
যোগাযোগ :- 8967491470
ই-মেইল :- [email protected]
ওয়েবসাইট :- avilodm.co
আপনি যদি আপনার ব্যবসাকে কি ভাবে অনলাইনে নিয়ে যাবেন বা ব্যবসাকে বড় করবেন অথাৎ ব্যবসার প্রসার ঘটাবেন তা জানতে চান তবে , সময় নষ্ট না করে এখুনি এভিলো ডিজিটাল মার্কেটিং সংস্থার সাথে যোগাযোগ করুন। তার জন্য আপনাকে কোনো টাকা খরচ করতে হবে না। সম্পূর্ণ ফ্রীতে আপনি এই সার্ভিসটি পাবেন।
————————————————————————–
Highlights:-
১. কৃষি বীচ ও সার ব্যবসা।
২. মোমবাতি তৈরি ব্যবসা।
৩. জামা-কাপড়ের বিক্রির ব্যবসা।
৪. স্টেশনারি দোকান ব্যবসা।
৫. গুঁড়ো মশলার ব্যবসা।
#business #banglanews #banglanewsdunia #businesstips