সারা জীবন আয় করুন LIC-র এই স্কিমে ! বিস্তারিত পড়ুন

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- সারা জীবন আয় করুন LIC-র এই স্কিমে ! উৎসবের মরশুমে গ্রাহকদের জন্য নতুন জীবন শান্তি ডিফার্ড অ্যানিউটি নিয়ে এল লাইফ ইনস্যুরেন্স কর্পোরেশন বা LIC ৷ এই প্ল্যান ২১ অক্টোবর ২০২০ থেকে অফলাইন ও অনলাইন দু’ভাবেই কিনতে পারবেন সকল গ্রাহকরা ৷ এটি একটি নন-লিঙ্কড, নন পার্টিসিপেটিং, সিঙ্গল প্রিমিয়াম, ডিফার্ড অ্যানিউটি প্ল্যান ৷ LIC-র এই প্ল্যানে গ্রাহকরা বিশেষ লোনের সুবিধা পেয়ে যাবেন ৷

এক নজরে দেখুন কি কি সুবিধা পাবেন —–

১. এই বিশেষ প্ল্যানে সিঙ্গল লাইফের জন্য ডিফার্ড অ্যানিউটি রয়েছে ৷ ডিফার্রমেন্টের পর অ্যানিউটি পেমেন্ট সারা জীবন মিলবে ৷ যিনি পাবেন তার যদি মৃত্যু হয় তাহলে নমিনি এর সুবিধা পাবেন ৷

২. জয়েন্ট লাইফের জন্য ডিফার্ড অ্যানিউটি হবে ৷ অ্যানিউটি পেমেন্ট ততদিন জারি থাকবে যতদিন প্রথম এবং দ্বিতীয় ব্যক্তি জীবিত থাকবেন। দু’জনের মৃত্যু হলে নমিনি সুবিধা পাবেন ৷ কেবল পরিবারের দু’জনের মধ্যে নেওয়া যেতে পারে ৷

আরো পড়ুন :- পোস্ট অফিসের এই স্কিমে বিনিয়োগ করুন , মিলবে ভাল রিটার্ন

এই বিশেষ প্ল্যানে ন্যূনতম ১৫০০০০ টাকা বিনিয়োগ করতে হবে ৷ আপনি বার্ষিক , ৬ মাস, ৩ মাস বা মান্থলি অ্যানিউটি কিনতে পারবেন ৷ এই প্ল্যানে বছরে ন্যূনতম ১২,০০০ টাকা আয় করতে পারবেন ৷ সর্বোচ্চ কোনও সীমা নেই ৷ ৩০ থেকে ৭৯ বছর বয়সের মধ্যে ব্যক্তি এই প্ল্যান কিনতে পারবেন ৷ এখানে মিনিমাম ডিফার্মেন্ট পিরিয়ড ১ বছরের এবং বেশি হলে ১২ বছর অবধি ৷

Highlights

1. সারা জীবন আয় করুন LIC-র এই স্কিমে !

2. পিরিয়ড ১ বছরের এবং বেশি হলে ১২ বছর অবধি

#LIC #Policy

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন