সুপ্রিম কোর্ট নোটিশ জারি করলো RBI ও কেন্দ্রকে , EMI মোরাটোরিয়াম দিলে সুদ কেন

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia, সমরেশ দাস :- লকডাউনের জেরে ইতিমধ্যেই তিন মাস ব্যাঙ্ক ঋণ পরিশোধে মোরাটোরিয়াম (Moratorium)বা ইএমআই স্থগিতের জন্য ব্যাঙ্কগুলিকে বলেছে রিজার্ভ ব্যাঙ্ক ৷ লকডাউনের মেয়াদ বাড়ায় আরও তিন মাস ব্যাঙ্কগুলি চাইলে ইএমআই মোরাটোরিয়াম (Moratorium) দিতে পারে বলে জানিয়েছে আরবিআই ৷

কিন্তু গ্রাহকেরা যখন এইসব নিয়ে ব্যাঙ্কের সাথে কথা বলেন তখন কিন্তু অনন্য চিত্র উঠে আসে । মোরাটোরিয়ামের ক্ষেত্রে আরবিআই জানায়, যে সব গ্রাহকরা মোরাটোরিয়াম নেবেন, তাঁদের ওই তিন মাসের ইএমআই পরে সুদ সহ ফেরত দিতে হবে ৷ ঠিক এই নিয়মটিতেই রিজার্ভ ব্যাঙ্ককে নোটিস পাঠাল সুপ্রিম কোর্ট ৷

লকডাউনে ঘোষিত মোরাটোরিয়ামের (ইএমআই ছাড়) উপর কেন সুদ নেওয়া হবে, এই প্রশ্নে সুপ্রিম কোর্টে একটি আবেদন জমা পড়েছে ৷ আবেদনে বলা হয়েছে, মোরাটোরিয়ামের সুদও মকুব করতে হবে আরবিআই-কে ৷ কেন এই ছাড়ের উপর সুদ চাপানো হচ্ছে ?

আরবিআই গভর্নর শক্তিকান্ত দাস জানিয়েছেন, ব্যাঙ্কগুলি চাইলে ইএমআই মোরাটোরিয়াম আরও তিন মাস দিতে পারে৷ অর্থাত্‍ ৩১ অগাস্ট পর্যন্ত ৷

কেউ যদি আরও তিন মাস মোরাটোরিয়াম নেন, তা হলে তাঁকে আগামী আর্থিক বছর শেষের আগেই তা মেটাতে হবে ব্যাঙ্ককে ৷ গত ২৭ মার্চ আরবিআই সব ব্যাঙ্ক ও নন-ব্যাঙ্কিং আর্থিক প্রতিষ্ঠানগুলিকে তিন মাসের লোন মোরাটোরিয়ামের প্রস্তাব দিয়েছিল ৷

Highlights

  • লকডাউনের জেরে ইতিমধ্যেই তিন মাস ব্যাঙ্ক ঋণ পরিশোধে মোরাটোরিয়াম (Moratorium)বা ইএমআই স্থগিতের জন্য ব্যাঙ্কগুলিকে বলেছে রিজার্ভ ব্যাঙ্ক
  • লকডাউনে ঘোষিত মোরাটোরিয়ামের (ইএমআই ছাড়) উপর কেন সুদ নেওয়া হবে, এই প্রশ্নে সুপ্রিম কোর্টে একটি আবেদন জমা পড়েছে
  • রিজার্ভ ব্যাঙ্ককে নোটিস পাঠাল সুপ্রিম কোর্ট

#RBI   #Moratorium   #EMI

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন