২ হাজার টাকা দাম কমল সোনার , রেকর্ড জারি লকডাউনে

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

bBangla News Dunia , পল্লব চক্রবর্তী :- দেশজুড়ে চলছে টানা লকডাউন। বন্ধ প্রায় সব ব্যাবসা , বন্ধ দোকানপাঠ। বন্ধ বিয়ে। বৈশাখের শুরুতে লাফিয়ে লাফিয়ে দাম বেড়েছিল সোনার। GST সহ ১০ গ্রাম সোনার দাম হয়েছিল প্রায় ৫০ হাজারের কাছাকাছি। কিন্তু আজ তা কিছুটা কমে গিয়েছে। আজ ১০ গ্রাম সোনার দাম কমে দাঁড়িয়েছে ৪৫,৫৭৫ টাকা। গত ৪ দিনে ২ হাজার টাকা কমে গিয়েছে সোনার দাম। কিন্তু লকডাউন উঠলে শুরু বিয়ের মরশুম। তাতে আগামী দিনে কি পরিস্থিতি হবে তাই নিয়ে চিন্তায় গ্রাম বাংলার মানুষেরা।

আরো পড়ুন :- বিশ্ব স্বাস্থ্য সংস্থা রমজান মাসের জন্য নিয়মাবলী জানালো সব দেশকে

gold , kolkata gold center

গত বৃহস্পতিবার সব রেকর্ড ভেঙে দাম ছিল ৪৭ হাজার এর আশেপাশে । রুপোর দামও চড়েছিল কিছুটা। এবার মাত্র ০.৫৫ শতাংশ কমেছে রুপোর দাম। প্রতি কেজি রূপ ৪৩ হাজার এর  আশে পাশে। কিন্তু সোনার দাম চড়ছে কেন। বিশেষজ্ঞরা বলছেন ডলারের নিরিখে লাগাতার কমছে টাকার দাম। তার জেরে বেড়ে যাচ্ছে সোনার দাম। গোটা বিশ্বে আর্থিক অবস্থা শোচনীয়। চলছে মন্দার পরিস্থিতি। ফলে বিনিয়োগকারীরা ঝুঁকিপূর্ণ শেয়ার বাজার ছেড়ে নিরাপদ হিসাবে সোনায় বিনিয়োগ করছেন। ফলে লগ্নিকারীদের নজর সোনায় পড়ায় দামও বেড়ে চলেছে লাফিয়ে লাফিয়ে।  আগামীদিনে কি হয় সবার নজর সেদিকে।

আরো পড়ুন :- ভারতকে স্যালুট জানলেন রাষ্ট্রসংঘের মহাসচিব

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন