Bangla News Dunia, S. Datta Roy – বর্তমানে বিশ্ব বাজারে সোনার দাম প্রচন্ড বাড়ন্ত। বৈদেশিক মুদ্রার বাজারে টাকার দাম কমে যাওয়ার ফলে বৃহস্পতিবার পাকা সোনার দাম ১০ গ্রাম ৫০,০০০ টাকার গন্ডি অতিক্রম করলো। ২০১৮ সোনার দামটা বাড়তে শুরু করে। দেশের অর্থনীতি ক্রমশ শ্লথ হতে থাকায় সোনাতে বিনিয়োগের প্রবণতা বাড়ে। গত ২ বছরে সোনায় বিনিয়োগের ওপর প্রায় ৫৭ % বেশি রিটার্ন পাওয়া গেছে।
শেয়ার ঋণপত্রে বিনিয়োগ আগামী কিছু বছর খুব ভালো রিটার্নের সম্ভাবনা তেমন একটা নেই। সেই জায়গায় সোনা ভালো রিটার্ন দিতে শুরু করেছে। ২০২০ সালের শুরু থেকে এখনো অবদি সোনার দাম ২৫ % বেড়েছে। হংকং সমস্যা অনিচয়টা এবং করোনা সংক্রমণ বিশ্ব অর্থনীতির গতি শ্লথ করে দিয়েছে। তার জেরেই সোনার এই মূল্যবৃদ্ধি।
বর্তমানে সোনার দোকানগুলি বসে বসে ঢুকছে ক্রেতার এভাবে। পুরোনো সোনা বিক্রির জন্য বৌবাজারে বহু মানুষ ঘুরছে। দীর্ঘ লকডাউনের ফলে বর্তমানে বহু মানুষেরই এখন কাজ নেই। ফলে কি করে সোনা কেনা সম্ভব ? মানুষ খাবে নাকি সোনা কিনবে ?যা ঘরে ছিল সেটা বিক্রি করেই এখন দিনগুজরান করছে। বিয়ের সিজেনেও বৌবাজার কার্যত মাছি তাড়াচ্ছে তাড়াচ্ছে। ব্যবসায়ী অশোক দে জানান – মানুষ এখন হাতে পায়ে ধরে সোনা বিক্রি করতে চাইছে। দোকান খোলার ৩ সপ্তাহের মধ্যে ২/১ দিনের বেশি বউনি হয়নি। লকডাউনের আগে প্রতি ভরি ছিল ৪১০০০ টাকা আর এখন সেটা হয়েছে ৪৮-৫০ টাকা পর্যন্ত।
Highlights
১. পাকা সোনার দাম ১০ গ্রাম ৫০,০০০ টাকার গন্ডি অতিক্রম করলো।
২. মানুষ এখন হাতে পায়ে ধরে পুরানো সোনা বিক্রি করতে চাইছে।
# বিশ্ব অর্থনৈতিক মন্দা # মূল্যবৃদ্ধি সোনা