Bangla News Dunia, অজয় দাস :- বহু বছর ধরে খোঁজার পর পাওয়া গেলো এক বিরাট সোনার খনি। জিওলজিক্যাল সার্ভেতে উঠে আসে উত্তর প্রদেশের নকশাল অধ্যুষিত এলাকা সন্ভাদ্রা ডিস্টিকে প্রায় ৩৩৫০ টন সোনা আছে। যা ভারতের রিজার্ভের থেকে ৫ গুন্ বেশি। বর্তমানে ভারতের কাছে ৬২৬ টন সোনা রিজার্ভে আছে।
এই অঞ্চলে সোনা ছাড়াও অন্য অনেক মূল্যবান ধাতু ও আছে প্রত্ন বিদদের মতে। বর্তমানে এই অঞ্চলে হেলিকাপ্টারে মাধ্যমে সার্ভে করা হচ্ছে। কারণ এটি একটি পাহাড়ি এলাকা ও চতুরদিকে জঙ্গলে ঘেরা। বর্তমান উত্তরপ্রদেশের সরকার একটি সাত জনের কমিটি তৈরি করেছে। যারা এই এলাকাটি পরিদর্শন করে একটি রিপোর্ট দেবে।
এছাড়া সরকার ওই অঞ্চলে খনন কাজের জন্য নিলামের ব্যবস্থা করতে শুরু করে দিয়েছে। তবে মনে করা হচ্ছে সব কিছু ঠিক ঠাক থাকলে কিছুদিনের মধ্যেই খনন কাজ শুরু হয়ে যাবে। এই খনন কাজের উপর নজর রাখবে কেন্দ্র সরকার। এই সোনা বাজারে আসলে ভারতের সোনার দাম অনেকটাই কমবে বলে ব্যাবসায়ী মহলের দাবি।
[ আরো পড়ুন :- ইংল্যান্ড ও ফ্রান্সকে পিছনে ফেলে দুনিয়ার ৫ম বড় অর্থব্যবস্থা হল ভারত ]
প্রত্ন বিদদের মতে এই অঞ্চলে সোনা ছাড়া ইউরেনিয়াম , হীরা , প্ল্যাটিনাম , কয়লা , লাইমস্টোন , পটাশিয়াম , ফসপেটস , গ্রানাইট , চীনা মাটি ইত্যাদি পাওয়া যেতে পারে।
ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের রিপোর্ট অনুযায়ী সবচেয়ে বেশি সোনা রিজার্ভ আছে আমেরিকার কাছে যা ৮,১৩৩.৫ টন এর পর জার্মানি ৩,৩৬৬ টন এবং ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড (IMF) এর কাছে ২, ৮১৪ টন সোনা আছে। এছাড়া এর পরে ভারত ও ইতালির কাছে ২,৪৫১.৮ টন করে সোনা রিজার্ভ আছে। আর ভারত এই সোনা পেয়ে তার রিজার্ভ অনেক বাড়িয়ে নিতে পারবে।