Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- LIC-তে নতুন স্কিমে কম টাকা বিনিয়োগে পাবেন বিপুল লাভ ! সাধারণ মানুষের কথা ভেবে LIC আরও কিছু নতুন পলিসি নিয়ে আসতে চলেছে। যাতে সাধারণ মানুষ স্বল্প সঞ্চয়ে মোটা টাকা হাতে পাওয়ার সুযোগ পান। এই টানা লকডাউন এর সময় এলআইসি তরফ থেকে বিভিন্ন ধরনের পলিসি নিয়ে আসা হয়েছে। এই সকল পলিসিতে বিনিয়োগে LIC গ্রাহকেরা নানা ভাবে উপকৃত হয়েছেন। তাই আবার একবার গ্রাহকদের কথা ভেবে নতুন পলিসি নিয়ে হাজির হল LIC।
লাইফ ইনস্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়ার একটি বিশেষ পলিসিতে কম টাকা বিনিয়োগ করে এখন আপনি পেতে পারেন বিপুল লাভ। সম্প্রতি এলআইসি-র চেয়ারম্যান এম আর কুমার এই প্ল্যানটির কথা বলেছেন , এটি একটি সিঙ্গল প্রিমিয়াম, নন পার্টিসিপেটিং, ইউনিট লিঙ্কড জীবন বীমা। এই সব ক্ষেত্রে পলিসি হোল্ডার কত টাকার পলিসিতে বিনিয়োগ করতে চাইবেন সেটি পুরোপুরি তিনি নিজের মতো করে বেছে নিতে পারবেন। এছাড়াও এক্ষেত্রে Basic Sum Assured সিলেক্ট করার অপশনও রয়েছে।
আপনি অফলাইনের পাশাপাশি অনলাইনেও এই পলিসির জন্য আবেদন করতে পারবেন ৷ এই পলিসিতে বিনিয়োগে বার্ষিক ন্যূনতম 40 হাজার টাকার মতো প্রিমিয়াম দিতে হবে তবে বেশি টাকা প্রিমিয়ামের ক্ষেত্রে কোন উর্দ্ধ সীমা নেই। এক্ষেত্রে পলিসি বিনিয়োগে পাঁচ বছর হয়ে যাওয়ার পর এখান থেকে শর্ত মেনে কিছু টাকা তোলা যেতে পারে ৷ এই পলিসি আবেদনকারীর ক্ষেত্রে বয়স হতে হবে 90 দিন থেকে 65 বছর বয়স হতে হবে।
Highlights
1. LIC-তে নতুন স্কিমে কম টাকা বিনিয়োগে পাবেন বিপুল লাভ !
2. পলিসি আবেদনকারীর ক্ষেত্রে বয়স হতে হবে 90 দিন থেকে 65 বছর বয়স হতে হবে
#LIC #Policy #Investment #SIP